Breaking

Apr 18, 2024

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 91

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 91
প্রশ্ন: (1) ফ্যাসিবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর: মুসোলিনি।
প্রশ্ন: (2) বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি ?
উত্তর: অনুশীলন সমিতি।
প্রশ্ন: (3) পদ্মপুরাণ কে রচনা করেন ?
উত্তর: বিজয় গুপ্ত।
প্রশ্ন: (4) কোন দিনটিকে মহাবিষুব বলা হয় ?
উত্তর: 21 মার্চ।
প্রশ্ন: (5) জীববৈচিত্রের হটস্পট বলতে কী বোঝায় ?
উত্তর: জলাভূমি।
প্রশ্ন: (6) সংসদের উচ্চকক্ষের নাম কি ?
উত্তর: রাজ্যসভা।
প্রশ্ন: (7) ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত ?
উত্তর: ২২ ডিগ্রী সেন্টিগ্রেট।
প্রশ্ন: (8) জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি বলে ?
উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ।
প্রশ্ন: (9) জাহাজ মহল কোথায় অবস্থিত ?
উত্তর: উদয়পুর।
প্রশ্ন: (10) মার্গারেট নোবেল কি নামে পরিচিত ?
উত্তর: ভগিনী নিবেদিতা।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.