Breaking

 Daily Two Maths (Solution):

[সমাধান রাত ১০ টায় টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়।]


➤23 November 2022
487) দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমানো হল যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হল । ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল ?
🄰 21%  🄱 15%  🄲 20%  🄳 18%

488) কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5 % হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল ?
🄰 3400  🄱 3300 🄲 4000 🄳 4140

➤22 November 2022
485) 111 - [111 ÷ {111 ÷ (111 × 111 ÷ 111)}]
🄰 1  🄱 0 🄲 - 1  🄳 2

486) একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয়মূল্যের 40% বেশি । কত ছাড় দিলে তার 12% লাভ হবে -
🄰 21%  🄱 15% 🄲 20% 🄳 18%

➤21 November 2022
483) একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত ?
🄰 21%  🄱 22% 🄲 21.83%  🄳 23.5%

484) একটি খাদ্যভাণ্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুত ছিল । 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে ?
🄰 5 দিন  🄱 10 দিন  🄲 18 দিন 🄳 15 দিন

➤16 November 2022
481) স্থির জলে এক ব্যক্তি ঘণ্টায় 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে । কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব করতে তাঁর সেই সময়ের 5 গুণ সময় লাগে । নদীর স্রোতের বেগ ঘণ্টায় কত ?
🄰 9 কিমি  🄱 8 কিমি 🄲 5 কিমি  🄳 6 কিমি

482) বাৎসরিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলা , 55% গণিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করেছে । যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে, তবে ওই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ?
🄰 150 জন  🄱 105 জন  🄲 100 জন  🄳 90 জন

➤15 November 2022
479) 1088.88 + 1800.08 + 1880.80 = ?
🄰 8790.86  🄱 8890.86 🄲 5588.80  🄳 4769.76

480) 6435.9 + 7546.4 + 1203.5 = ?
🄰 15188.5  🄱 15185.8  🄲 15155.5  🄳 15815.8

➤14 November 2022
477) 50 গ্রাম সোনা এবং রুপোর মিশ্রণে 80% সোনা আছে । ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 95% হবে ?
🄰 130 গ্রাম  🄱 140 গ্রাম 🄲 145 গ্রাম  🄳 150 গ্রাম

478) একটি চৌবাচ্চা A নল দিয়ে 15 ঘণ্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘণ্টায় । যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে ?
🄰 35 ঘণ্টায়  🄱 40 ঘণ্টায়  🄲 60 ঘণ্টায়  🄳 50 ঘণ্টায়

➤13 November 2022
475) কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52 - কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 এবং 4 ।
🄰 7 🄱 6 🄲 9 🄳 8

476) কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877 । প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল -
🄰 1,25,500 🄱 1,35,000 🄲 1,25,000 🄳 1,25,600

➤12 November 2022
473) A, B ও C বছরের শুরুতে 1 : 3 : 5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে । 4 মাস পরে A পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে কিন্তু B ও C প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয় । বছরের শেষে তিনজনের লভ্যাংশের অনুপাত কত হবে ?
🄰 5 : 6 : 10  🄱 6 : 5 : 10 🄲 10 : 5 : 6  🄳 4 : 3 : 5

474) এক হকার 30 % লাভে লেবু বিক্রয় করে । আরও 20 পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রয় করলে 50 % লাভ হত । লেবুটির ক্রয় এবং বিক্রয়মূল্য কত ?
🄰 100 প: , 130 প:  🄱 130 প: , 100 প:  🄲 150 প: , 100 প:  🄳 150 প: , 100 প:

➤11 November 2022
471) একটি পাত্রে 125 লিটার দুধ আছে । পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হল । এই পদ্ধতি 3 বার করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত ?
🄰 54 লিটার  🄱 25 লিটার 🄲 64 লিটার 🄳 কোনটিই নয়

472) 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে । অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক এবং 1 জন বালক কতদিনে শেষ করবে ?
🄰 24 দিন  🄱 42 দিন  🄲 36 দিন  🄳 48 দিন

➤10 November 2022
469) 10 টি গরু অথবা 7 টি মহিষ প্রত্যহ ৪ ঘণ্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে । 25 টি গরু ও 14 টি মহিষ প্রত্যহ 12 ঘণ্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করবে ?
🄰 100 🄱 90 🄲 85 🄳 80

470) একটি চৌবাচ্চা A নল দিয়ে সাধারণত 10 ঘণ্টায় পূর্ণ হয় । কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 4 ঘণ্টা বেশি সময় লাগে । যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে ?
🄰 70 ঘণ্টায় 🄱 60 ঘণ্টায় 🄲 50 ঘণ্টায় 🄳 35 ঘণ্টায়

➤9 November 2022
467) সরল করো : 4 - 2 [4 - 2{4 - 2(4 - 2)}]
🄰 4  🄱 - 4 🄲 6  🄳 - 8

468) একটি পরীক্ষায় 34% অঙ্কে এবং 42% ইংরেজিতে ফেল করে । যদি 20% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কত জন উভয় বিষয়ে পাশ করেছে ?
🄰 54  🄱 50  🄲 44  🄳 56

➤8 November 2022
465) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 % ও 10 % বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
🄰 32%  🄱 30%  🄲 27%  🄳 20%

466) একটি নৌকা 5 ঘণ্টায় স্রোতের অনুকূলে 100 কিমি যায় । স্থির জলে নৌকার বেগ 12 কিমি/ঘণ্টা হলে, স্রোতের বেগ কত ?
🄰 6 কিমি/ঘণ্টা  🄱 7 কিমি/ঘণ্টা  🄲 8 কিমি/ঘণ্টা  🄳 9 কিমি/ঘণ্টা

➤7 November 2022
463) এক ব্যক্তি 25 % লাভে কলা বিক্রি করে । প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করেও 5 % লাভ হয় । তবে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত ?
🄰 4 টাকা 🄱 3.75 টাকা 🄲 3 টাকা 🄳 4.50 টাকা

464) B এবং C একত্রে একটি কাজ যতদিনে করে A একা সেই কাজটি ততদিনে করতে পারে । যদি A এবং B একত্রে একটি কাজ 10 দিনে করে এবং C একা সেই কাজটি 15 দিনে করতে পারে । তবে A একা কাজটি কতদিনে শেষ করবে ?
🄰 12 দিন 🄱 60 দিন 🄲 24 দিন 🄳 48 দিন

➤6 November 2022
461) এক ব্যক্তি টাকায় 21 টি লজেন্স ক্রয় করে । একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5 % লাভ হবে ।
🄰 20  🄱 18 🄲 16  🄳 30

462) কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600 । প্রতি বছর 20 % হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল—
🄰 40000  🄱 48000  🄲 50000  🄳 42000

➤ 5 November 2022
459) বার্ষিক 5 % সুদে 1,500 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত ?
🄰 3.25 টাকা  🄱 7.50 টাকা 🄲 3.75 টাকা  🄳 কোনোটিই নয়

460) A, B ও C একটি যৌথ ব্যবসায় 21,600 টাকা বিনিয়োগ করে । বছর শেষে A লভ্যাংশের 700 টাকা, B 800 টাকা এবং C 900 টাকা পায় । তবে B ও C- র মোট বিনিয়োগ কত ?
🄰 15300 টাকা  🄱 13500 টাকা  🄲 14400 টাকা  🄳 16300 টাকা

➤ 4 November 2022
457) একটি চৌবাচ্চার A ও B নল একত্রে 12 ঘণ্টায়, B ও C নল একত্রে 20 ঘণ্টায় এবং C ও A নল একত্রে 15 ঘণ্টায় পূর্ণ করে । তবে শুধুমাত্র C নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ?
🄰 30 ঘণ্টায়  🄱 60 ঘণ্টায় 🄲 50 ঘণ্টায় 🄳 45 ঘণ্টায়

458) 1 থেকে 44 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত ?
🄰 645  🄱 702 🄲 802 🄳 502

➤ 3 November 2022
455) দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায় । দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে ?
🄰 10 মিনিট  🄱 15 মিনিট 🄲 12 মিনিট 🄳 12.5 মিনিট

456) A একটি দ্রব্য B কে 10 % লাভে বিক্রয় করে এবং B ওই দ্রব্যটি C কে 20 % ক্ষতিতে বিক্রয় করে । তবে মোট প্ৰকৃত লাভ / ক্ষতি কত ?
🄰 12% ক্ষতি  🄱 12% লাভ 🄲 22% ক্ষতি 🄳 22% লাভ

➤ 2 November 2022
53) দুটি সংখ্যার অনুপাত 13 : 37 । প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1 : 13 ?
🄰 7 🄱 9 🄲 10 🄳 11

454) কোন সংখ্যার 40% থেকে 150 -এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2 ?
🄰 70 🄱 80 🄲 100 🄳 105

➤ 1 November 2022
451) A একা একটি কাজ 25 দিনে এবং B একা সেই কাজটি 20 দিনে করতে পারে । B একা কাজটি শুরু করার 2 দিন পর A কাজে যোগ দেয় । তবে , বাকি কাজ A ও B একত্রে কতদিনে শেষ করবে ?
🄰 12 দিন 🄱 10 দিন 🄲 8 দিন 🄳 16 দিন

452) ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত ।
🄰 240 মিটার 🄱 235 মিটার 🄲 250 মিটার 🄳 245 মিটার

➤ 31 October 2022
449) এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রি করে। প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% লাভ হত। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য কত ?
a) 18 টাকা, 20 টাকা b) 20 টাকা, 18 টাকা c) 20 টাকা,17 টাকা d) 17 টাকা, 20 টাকা

450) একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে, সংখ্যাটি মোটের ওপর কত শতাংশ বাড়বে ?
a) 40%  b) 36% c) 42%  d) 44%

➤ 30 October 2022
447) একটি বৃত্তের ব্যাসার্ধ 15% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় ?
a) 20% b) 19.75% c) 25% d) 32.25%

448) এক ব্যক্তি স্থির জলে 4 কিমি/ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সেই ব্যক্তির মোট 8 ঘণ্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত?
a) 2 কিমি/ঘণ্টা  b) 3 কিমি/ঘণ্টা c) 4 কিমি/ঘণ্টা  d) 5 কিমি/ঘণ্টা

➤ 29 October 2022
445) একটি ক্লাসে 25 জন বালকের গড় বয়স 6 মাস কমে যায় যখন একজন নতুন বালক 20 বছর বয়সের একজন বালকের পরিবর্তে আসে । নতুন বালকটির বয়স কত ?
a) 7 বছর b) 7.5 বছর c) 9 বছর d) 10 বছর

446) সবচেয়ে ছোট সংখ্যা যা দিয়ে 294 কে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
a) 2  b) 3  c) 6  d) 24

➤ 28 October 2022
443) 126 টাকা/কেজি এবং 135 টাকা/কেজি দরের চায়ের সঙ্গে তৃতীয় অন্য চায়ের মিশ্রণে অনুপাত হয় 1 : 1 : 2 । যদি মিশ্রণের মূল্য 153 টাকা/কেজি হয় তবে তৃতীয় ধরনের চায়ের মূল্য কত ?
a) 169.5 টাকা b) 170 টাকা c) 175.5 টাকা d) 180 টাকা

444) A, B ও C একটি ব্যবসা শুরু করেন এক বছরে A মোট লাভের 1/3 অংশ পায়, B 1/4 অংশ পায় এবং C 5000 টাকা লভ্যাংশ পায়। A কত টাকা লভ্যাংশ পায় ?
a) 5000 টাকা b) 4000 টাকা c) 3000 টাকা d) 1000 টাকা

➤ 27 October 2022
441) 2√2, √7, 2√3, √5 এর মধ্যে বৃহত্তম কোনটি?
a) 2√2 b) √7 c) 2√3 d) √5

442) 3 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে। 6 জন বালক কাজটি 18 দিনে করতে পারে। কত দিনে একসঙ্গে 4 জন পুরুষ এবং 4 জন বালক কাজটি শেষ করতে পারবে?
a) 10 দিন b) 6 দিন c) 12 দিন d) 9 দিন

➤ 26 October 2022
439) তিনজন শ্রমিকের মধ্যে 6400 টাকা 3/5 : 2 : 5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক পাবে -
a) 2560 টাকা b) 3000 টাকা c) 3200 টাকা d) 3840 টাকা

440) 6 বছর পরে সুদ আসলের 30% হলে, কত বছর পরে আসলের সমান হবে ?
a) 20 বছর b) 30 বছর c) 10 বছর d) 22 বছর

➤ 25 October 2022
437) একপ্রকার মিশ্র ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 6 : 3 : 2 । এরূপ 121 কেজি মিশ্র ধাতুতে কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত 3 : 2 : 1 হবে ?
a) 10 b) 11 c) 12 d) 13

438) রতনের মোটর সাইকেলে ট্যাংক ভর্তি পেট্রোলে 10 দিন চলে । যদি সে 25% পেট্রোল প্রত্যেকদিন বেশি খরচ করে তবে ট্যাংক ভর্তি পেট্রোলে তার কতদিন চলবে ?
a) 5 b) 6 c) 7 d) 8

➤ 24 October 2022
435) কিছু টাকা সরল সুদের হারে 5 বছরে 1350 টাকা এবং 8 বছরে 1620 টাকা হয়। মূলধন কত ছিল ?
a) 700 টাকা b) 800 টাকা c) 900 টাকা d) 1000 টাকা

436) 9 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর। প্রথম 4 জন ছাত্রের গড় বয়স 19 বছর এবং শেষ 5 জনের গড় বয়স 10 বছর। শিক্ষকের বয়স কত ?
a) 36 বছর b) 34 বছর c) 30 বছর d) 28 বছর

➤ 23 October 2022
433) কোনো শহরের বর্তমান জনসংখ্যা 68750 জন । বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে ?
a) 85090 জন b) 58090 জন c) 58190 জন d) 58290 জন

434) একটি চৌবাচ্চা A ও B নল দিয়ে পৃথকভাবে 28 মিনিটে ও 10 মিনিটে পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর B নলটি বন্ধ করে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে 14 মিনিট সময় লাগে ?
a) 3 মিনিট b) 5 মিনিট c) 9 মিনিট d) 12 মিনিট

➤ 22 October 2022
431) একটি ট্রেন 225 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে এবং 350 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে 40 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ?
a) 40 কিমি b) 42 কিমি c) 45 কিমি d) 50 কিমি

432) 10টি সংখ্যার গড় 43 । একটি নতুন সংখ্যা যোগ করা হলে গড় হয় 50 । নতুন সংখ্যাটি হবে -
a) 90 b) 100 c) 120 d) 140

➤ 21 October 2022
429) এক ব্যক্তি স্থির জলে 8 কিমি/ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার সেই স্থানে ফিরে আসতে মোট সময় লাগে 64 মিনিট। নদীর স্রোতের বেগ 2 কিমি/ঘণ্টা হলে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত ?
a) 4 কিমি b) 5 কিমি c) 6 কিমি d) 7 কিমি

430) A, B ও C নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। A এবং B পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। C নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে ?
a) 12 মিনিটে b) 10 মিনিটে c) 14 মিনিটে d) 8 মিনিটে

➤ 20 October 2022
427) প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত ?
a) 49 b) 48 c) 50 d) 47

428) কোনো পরীক্ষায় রোহিত 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করল এবং মোহিত 40% নাম্বার পেয়ে পাস নাম্বারের থেকে 35 নাম্বার বেশি পেল। পরীক্ষায় পাশ নাম্বার কত ?
a) 33% b) 40% c) 38% d) 43%

➤ 19 October 2022
425) দুটি সংখ্যার বর্গের পার্থক্য 580 ও সংখ্যা দুটির যোগফল 58 হলে, সংখ্যা দুটির পার্থক্য কত ?
a) 10 b) 12 c) 29 d) 16

426) কোনো একপ্রকার শরবতে 10% চিনি আছে কিন্তু অপর প্রকার শরবতে 5% চিনি আছে। প্রথম প্রকার শরবতের 10 লিটারের সঙ্গে কত লিটার দ্বিতীয় প্রকার শরবত মেশালে 7.5% চিনির শরবত তৈরি হবে ?
a) 10 b) 5 c) 15 d) 20

➤ 18 October 2022
423) যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে ?
a) 2/7 অংশ b) 5/7 অংশ c) 3/7 অংশ d) 7/3 অংশ

424) 50000 টাকায় দুটি বই কিনে একটিকে 20% লাভে ও অপর বইটি 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 3.5% লাভ হয়। প্রথম বইটির ক্রয়মূল্য কত ?
a) 35000 টাকা b) 25000 টাকা c) 22500 টাকা d) 17500 টাকা

➤ 17 October 2022
421) একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা কয়েনের সংখ্যার অনুপাত 8 : 9 : 11 । যদি ব্যাগে মোট 366 টাকা আছে। 25 পয়সা কয়েনের সংখ্যা বের করুন ।
a) 264 b) 364 c) 241 d) 245

422) A এবং B একসঙ্গে একটি ব্যবসা 4 : 3 অনুপাতে টাকা বিনিয়োগ করে শুরু করেন। যদি মোট লাভের 9% বৃদ্ধাশ্রমে দান করে এবং A এর ভাগে 1196 টাকা থাকে তবে মোট লাভ কত ?
a) 2300 টাকা b) 4435 টাকা c) 2093 টাকা d) 2700 টাকা

➤ 3 August 2022
419) একটি কাজ শেষ করতে 33 জন লোকের যতদিন লাগে, 24 জন লোকের তার থেকে 6 দিন বেশি লাগে। ওই কাজটি 44 জন কত দিনে শেষ করতে পারবে ?
a) 10 b) 12 c) 16 d) 20

420) এক ব্যক্তি একটি রেডিও 20% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি 100 টাকা কমে বিক্রয় করা হত, তাহলেও 15% লাভ হত। তবে দ্রব্যটি 25% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে ?
a) 2000 টাকা b) 1500 টাকা c) 2500 টাকা d) 1750 টাকা

➤ 2 August 2022
417) পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর। প্রশ্নপত্রে প্রথম সাতটি ও শেষ পাঁচটি প্রশ্নের মানের অনুপাত 5 : 9 হলে, প্রথম প্রশ্নের মান কত ?
a) 10 b) 4 c) 16 d) 20

418) কোনো সংখ্যার 27% এর সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল হয় 381, সংখ্যাটি হল -
a) 350 b) 330 c) 327 d) 300

➤ 1 August 2022
415) একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে এবং ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ?
a) 30 সেকেন্ড b) 20 সেকেন্ড c) 22 সেকেন্ড d) 32 সেকেন্ড

416) সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়। সময় নির্ণয় করো।
a) 5/3 বছর b) 5/4 বছর c) 7/3 বছর d) 4/3 বছর

➤ 31 July 2022
413) এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিমি/ঘণ্টা । স্রোতের বেগ 2 কিমি/ঘণ্টা হলে, স্রোতের প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘণ্টা বেশি সময় লাগে। দূরত্ব কত কিমি ?
a) 30 b) 24 c) 20 d) 32

414) এক ব্যক্তি দুটি দ্রব্যের প্রতিটি 100 টাকায় বিক্রয় করে একটিতে 20% লাভ এবং অন্যটিতে 40% লাভ করে। মোটের ওপর শতকরা কত লাভ হয় ?
a) 380/13% b) 380/17% c) 357/4% d) 31%

➤ 30 July 2022
411) একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% অঙ্কে পাশ করে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থী কত ?
a) 125 b) 200 c) 240 d) 375

412) 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত বছর ?
a) 42 b) 40 c) 38 d) 45

➤ 5 July 2022
409) কিছু অর্থের 2/5 অংশ 240 টাকা হলে, তার 5/6 অংশ কত ?
a) 400 টাকা b) 500 টাকা c) 200 টাকা d) 250 টাকা

410) এক যুদ্ধে সেনাদলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দি হল। অবশিষ্ঠ 1900 জন পালিয়ে গেল, মোট সেনার সংখ্যা কত ?
a) 12500 b) 13500 c) 13200 d) 122001

➤ 4 July 2022
407) এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘণ্টায় অতিক্রম করে। ব্যক্তিটির গতিবেগ 1/15 অংশ কমানো হলে, সে একই সময়ে 10 কিমি দূরত্ব কম অতিক্রম করে। ব্যক্তিটির গতিবেগ কত কিমি/ঘণ্টা ?
a) 6 b) 11/2 c) 4 d) 5

408) 1585081 -এর বর্গমূল হল :
a) 1259 b) 2158 c) 1251 d) 1291

➤ 3 July 2022
405) একজন মানুষের 2000 টাকা ছিল। তিনি এই অর্থের কিছু অংশ বার্ষিক 5% সরল সুদে এবং বাকি অংশ বার্ষিক 4% সরল সুদে ধার দিলেন। 1 বছর পর তিনি 96 টাকা আয় করলেন। 4% সুদের হারে তিনি কত টাকা দিয়েছিলেন ?
a) 400 টাকা b) 480 টাকা c) 420 টাকা d) 500 টাকা

406) 2/3, 4/9, 8/15 এবং 10/21 -এর লসাগু নির্বাচন করো।
a) 3/40 b) 3/20 c) 40/3 d) 20/3

➤ 2 July 2022
403) সুধা এবং রাধার আয়ের অনুপাত 6 : 7 । প্রত্যেকের আয় যদি 3000 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে তাদের আয়ের অনুপাত 8 : 9 হয়। রাধার আয় কত ?
a) 10000 টাকা b) 11000 টাকা c) 12500 টাকা d) 10500 টাকা

404) A, B এবং C হল একটি চৌবাচ্চার সঙ্গে যুক্ত তিনটি নালি । A এবং B একসঙ্গে 6 ঘণ্টায়, B ও C একসঙ্গে 10 ঘণ্টায় , A এবং C একসঙ্গে 15/2 ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। কত সময়ে C নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে ?
a) 40 ঘণ্টা b) 30 ঘণ্টা c) 25 ঘণ্টা d) 15 ঘণ্টা

➤ 1 July 2022
401) এক বালক তার বাড়ি থেকে সকাল 10 টার সময় সাইকেলে 12 কিমি/ঘণ্টা গতিবেগে যাত্রা শুরু করল। তার দাদা 1 ঘণ্টা 15 মিনিট পর স্কুটারে একই পথে যাত্রা শুরু করে দুপুর 1 টা 30 মিনিটে তাকে ধরে ফেলল। স্কুটারের গতিবেগ কত ?
a) 4.5 কিমি/ঘণ্টা b) 36/5 কিমি/ঘণ্টা c) 56/3 কিমি/ঘণ্টা d) 9 কিমি/ঘণ্টা

402) একটি শ্রেণীর ছাত্রসংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 72 হল। পূর্বতন ছাত্রসংখ্যা কত ?
a) 60 জন b) 62 জন c) 55 জন d) 56 জন

➤ 16 June 2022
399) 10% সুদের হারে বছরের শেষে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 200 টাকা হলে, আসলের পরিমাণ ছিল -
a) 22000 টাকা b) 21000 টাকা c) 20000 টাকা d) 11000 টাকা

400) একজন আলু চাষি 17.5% ক্ষতিতে আলু বিক্রয় করেন। প্রতি বস্তা আলু 42 টাকা বেশি দামে বিক্রয় করতে পারলে তার 12.5% লাভ হত। প্রতি বস্তা আলুর উৎপাদন ব্যয় কত ?
a) 275 টাকা b) 200 টাকা c) 160 টাকা d) 140 টাকা

➤ 15 June 2022
397) দুটি সংখ্যার যোগফল 54 এবং তাদের পার্থক্য সংখ্যা দুটির যোগফলের 1/9 অংশ হলে, সংখ্যা দুটির গসাগু কত হবে -
a) 1 b) 3 c) 6 d) 9

398) নির্দিষ্ট সংখ্যক লোক একটি কাজ 55 দিনে সম্পন্ন করে, যদি আরোও 7 জন অতিরিক্ত লোক যুক্ত হয় তবে আরও 11 দিন কম সময়ে কাজটি শেষ করা যায়। তাহলে প্রথমে নিযুক্ত ছিল -
a) 24 জন b) 28 জন c) 32 জন d) 33 জন

➤ 14 June 2022
395) একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 50 মিটার। বাগানটির চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তাটি বাঁধাতে প্রতি বর্গমিটারে 25 টাকা খরচ হলে,মোট খরচ হবে -
a) 20400 টাকা b) 10200 টাকা c) 40800 টাকা d) 23600 টাকা

396) 54 কিমি/ঘণ্টা বেগে গতিশীল একটি ট্রেন 12 সেকেন্ড সময়ে বিপরীত অভিমুখে 8 মিটার/সেকেন্ড গতিবেগে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য হবে -
a) 250 মিটার b) 267 মিটার c) 276 মিটার d) 280 মিটার

➤ 13 June 2022
393) যদি তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 7 এবং তাদের ল.সা.গু. 714 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত ?
a) 85 b) 119 c) 136 d) 153

394) একটি দ্রব্যের ধার্য্যমূল্যের ওপর প্রথমবার ক্রমান্বয়ে 40% ও 30% ছাড় দেওয়া হল। আরেকবার ক্রমান্বয়ে 45% ও 20% ছাড় দেওয়া হল। দুটি ছাড়ের মধ্যে পার্থক্য 12 টাকা হলে দ্রব্যটির ধার্যমূল্য কত ?
a) 400 b) 200 c) 800 d) 600

➤ 12 June 2022
391) সবচেয়ে বেশি কতজনের মধ্যে 72টি ও 96টি আনারস সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ?
a) 23 b) 24 c) 25 d) 26

392) একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুন। এর ক্ষেত্রফল 2,50,000 বর্গমিটার। বাগানটির প্রস্থ নির্ণয় করুন ।
a) 250 মিটার b) 300 মিটার c) 350 মিটার d) 400 মিটার

➤ 11 June 2022
389) কিছু টাকার বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হলে আসল কত ?
a) 8000 b) 9000 c) 10000 d) 15000

390) একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের ওভারপিছু গড় রান 3.2 । জেতার জন্য 282 রানের লক্ষ্যমাত্রা থাকলে বাকি 40 ওভারে গড়ে ওভারপিছু কত রান করতে হবে ?
a) 6.25 b) 6.5 c) 6.75 d) 7

➤ 10 June 2022
387) কোনও বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 2 : 3 । যদি বালকের সংখ্যা 20% এবং বালিকার সংখ্যা 10% বৃদ্ধি পায় তাহলে বালক ও বালিকার পরবর্তিত সংখ্যার অনুপাত কত ?
a) 14 : 5 b) 5 : 8 c) 8 : 11 d) 11 : 8

388) 1536 -কে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করলে সেটি একটি পূর্ণঘন সংখ্যা হবে ?
a) 3 b) 4 c) 6 d) 8

➤ 9 June 2022
385) যে সমকোণী ত্রিভূজের অতিভূজ 15 সেমি এবং একটি বাহু 9 সেমি, তার ক্ষেত্রফল কত ?
a) 45 বর্গসেমি b) 55 বর্গসেমি c) 54 বর্গসেমি d) 57 বর্গসেমি

386) 40000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপর 12% লাভ করলেন। ঘোড়াটির ক্রয়মূল্য কত ?
a) 4500 টাকা b) 6000 টাকা c) 6800 টাকা d) 8000 টাকা

➤ 8 June 2022
383) 6 টি সংখ্যার গড় 12 । একটি সংখ্যা বাদ দেওয়া হলে, গড় 1 কমে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল ?
a) 21 b) 17 c) 15 d) 13

384) একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 25/2% লাভ হয়। 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
a) 4% লাভ b) 4% ক্ষতি c) 5% লাভ d) 5% ক্ষতি

➤ 7 June 2022
381) 8820 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ?
a) 6 b) 5 c) 7 d) 13

382) 40 থেকে 200 -এর মধ্যে 7 -এর গুণীতকগুলির সমষ্টি কত ?
a) 2727 b) 2735 c) 2737 d) 4677

➤ 6 June 2022
377) 379) এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময়ে অতিক্রম করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল ?
a) 12.5 কিমি/ঘণ্টা b) 12 কিমি/ঘণ্টা c) 13.5 কিমি/ঘণ্টা d) 13 কিমি/ঘণ্টা

380) আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 25/2% হ্রাস পেল। জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল ?
a) 1.65% হ্রাস b) 0.65% বৃদ্ধি c) 0.625% হ্রাস d) 0.625% বৃদ্ধি

➤ 5 June 2022
377) 1166400 -এর বর্গমূলের অঙ্কসংখ্যা কত ?
a) 5 b) 4 c) 6 d) 5

378) একটি পরীক্ষায় 65.8% ছাত্র বিজ্ঞান নেয় এবং 59.2% ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নেয়। যদি মোট ছাত্র 2000 হয়, তবে কতজন ছাত্র উভয় বিষয়ই নেয় ?
a) 450 b) 500 c) 520 d) কোনোটিই নয়

➤ 4 June 2022
375) দুটি ট্রেন একই দিকে 76 কিমি/ঘণ্টা এবং 40 কিমি/ঘণ্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 8 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ?
a) 80 মিটার b) 90 মিটার c) 180 মিটার d) 185 মিটার

376) 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার ?
a) 2% b) 1% c) 3% d) 5%

➤ 3 June 2022
373) x + y = 18 এবং xy = 72 হলে x2 + y2 = ?
a) 120 b) 90 c) 180 d) 185

374) কিছু সংখ্যক সৈন্যকে 12, 15 ও 18 টি সারিতে সমান সংখ্যায় পূর্ণবর্গাকারেও সাজানো যায়। সর্বনিম্ন সৈন্যসংখ্যা কত ?
a) 180 b) 450 c) 900 d) 32400

➤ 2 June 2022
371) 100 টি কলম বিক্রি করে একজন দোকানদার 40 টি কলমের বিক্রয়মূল্য লাভ করেন। শতকরা লাভের হার কত ?
a) 67% b) 66.67% c) 5.59% d) 6.67%

372) সরল সুদে 4 বছরে 6000 টাকা হয় 8000 টাকা। একই সরল সুদের হারে কত বছরে 525 টাকা হবে 700 টাকা ?
a) 2 বছরে b) 3 বছরে c) 4 বছরে d) কোনোটিই নয়

➤ 1 June 2022
369) সবচেয়ে বড় সংখ্যা কোনটি যা দিয়ে 13850 এবং 17030 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 17 ভাগশেষ থেকে ?
a) 477 b) 159 c) 107 d) 87

370) 1 থেকে 100 পর্যন্ত পর পর যুগ্ম সংখ্যার যোগফল কত ?
a) 2500 b) 2525 c) 2550 d) কোনোটিই নয়

➤ 27 May 2022
367) (4 × 4 × 4 × 4 × 4 × 4 )5 × (4 × 4 × 4)8 ÷ (4)3 = (64)?
a) 16 b) 10 c) 16 d) 11

368) p+q = 10 এবং pq = 5 হলে p/q + q/p = ?
a) 22 b) 18 c) 16 d) 20

➤ 26 May 2022
365) 1018 -এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?
a) 40 b) 20 c) 50 d) 30

366) 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়ো । যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত বছর ?
a) 40 b) 20 c) 50 d) কোনোটিই নয়

➤ 25 May 2022
363) কোন সংখ্যাটি দ্বারা 555555 বিভাজ্য ?
a) 7 b) 17 c) 19 d) 23

364) (96)² + (63)² = x² - (111)² - 8350 হলে, x = ?
a) 184 b) 186 c) 144 d) কোনোটিই নয়

➤ 24 May 2022
361) 2610 টাকা A, B ও C -এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে, A এর 0.5 = B এর 0.6 = C এর 0.75 হয়। C পাবে -
a) 1044 টাকা b) 1000 টাকা c) 870 টাকা d) 696 টাকা

362) কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য ?
a) 30560 b) 29515 c) 23755 d) 17325

➤ 22 May 2022
359) একটি পরীক্ষায় একজন ছাত্র প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পায় এবং প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1/3 কেটে যায়। যদি ছাত্রটি 150 টি প্রশ্নের সবগুলো উত্তর করে 110 নাম্বার পায় তবে তার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছিল ?
a) 105 b) 110 c) 115 d) 120

360) A এবং B এর বয়সের যোগফল 48 বছর। ছয় বছর আগে A এর বয়স ছিল B এর দ্বিগুন। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে ?
a) 11 : 6 b) 7 : 5 c) 11 : 7 d) 12 : 3

➤ 21 May 2022
357) একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা । ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কতগুণ ?[WBP Constable Main 2018]
a) 2 গুণ b) 3 গুণ c) সমান d) অনির্ণেয়

358) এক ব্যক্তি তিনমাসে যা উপার্জন করেন চারমাসে তা খরচ করেন। তাঁর মাসিক আয় 2000 টাকা হলে, বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত ? [WBP Lady Constable Main 2018]
a) 6000 টাকা b) 4000 টাকা c) 2000 টাকা d) 3000 টাকা

➤ 20 May 2022
355) একটি অটোরিক্সা 40 কিমি/ঘণ্টা গতিবেগে 2 ঘণ্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরোও 1 ঘণ্টা পরে পৌঁছায়, তবে অটোরিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে ? [WBP Main 2016]
a) 120 কিমি b) 140 কিমি c) 160 কিমি d) 200 কিমি

356) একটি ত্রিভূজের বাহুগুলির অনুপাত হল 7 : 9 : 12 । যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে ? [WBP Main 2016]
a) 12 সেমি b) 24 সেমি c) 36 সেমি d) 60 সেমি

➤ 19 May 2022
353) দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের বিয়োগফল 4 । সংখ্যা দুটির অনুপাত বের করুন ।
a) 11 : 6 b) 7 : 5 c) 7 : 3 d) 11 : 9

354) একটি 45 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 2 : 1 । কি পরিমাণে জল মেশাতে হবে যাতে অনুপাত 1 : 2 হয়।
a) 40 লিটার b) 45 লিটার c) 42 লিটার d) 43 লিটার

➤ 18 May 2022
351) দুটি পাইপ A এবং B একটি ট্যাংক 24 মিনিট এবং 32 মিনিটে পূর্ণ করতে পারে। পাইপ দুটি একসাথে ট্যাংকটি পূর্ণ করতে শুরু করলো, কত সময় পরে পাইপ B বন্ধ করলে ট্যাংকটি 18 মিনিটে ভর্তি হবে ?
a) 8 মিনিট b) 10 মিনিট c) 12 মিনিট d) 5 মিনিট

352) কোনো টাকার 12% হল 63 টাকা । ওই টাকার 40% কত টাকা হবে ?
a) 230 টাকা b) 210 টাকা c) 220 টাকা d) 400 টাকা

➤ 17 May 2022
349) এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ঐ ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন ? (WBP Excise SI 18)
a) 1785 টাকা b) 1587 টাকা c) 1875 টাকা d) 8715 টাকা

350) যদি A -এর 90% = B -এর 30% এবং B = A এর 2x% হয়, তবে x = ? (WBP Constable 19)
a) 300 b) 150 c) 450 d) 400

➤ 16 May 2022
347) একটি ঘড়ির মুদ্রিত মূল্য 480 টাকা। একজন দোকানদার 10% ছাড় দেওয়ার পরেও 8% লাভ করেন। যদি দোকানদারটি কোনো ছাড় না দিতেন তবে কত লাভ হত ?
a) 80 টাকা b) 100 টাকা c) 48 টাকা d) 384 টাকা

348) একজন ব্যক্তি নির্দিষ্ট মূল্যে একটি দ্রব্য ক্রয় করে, ক্রয়মূল্যের ওপর 15% ক্ষতিতে দ্রব্যটি বিক্রি করেন। যদি তিনি আরোও 125 টাকা বেশি মূল্যে বিক্রি করেন তবে ক্রয়মূল্যের উপর 10% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
a) 400 টাকা b) 500 টাকা c) 700 টাকা d) 475 টাকা

➤ 15 May 2022
345) একটি সমবাহু ত্রিভূজের উচ্চতা √6 হলে, ত্রিভূজের ক্ষেত্রফল কত ?
a) ✓3 b) 6 c) ✓3 d) 2✓3

346) 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে ?
a) 1638 টাকা b) 1700 টাকা c) 1458 টাকা d) 1560 টাকা

➤ 10 May 2022
343) সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়। তবে সময় কত ?
a) 1 বছর b) 1.5 বছর c) 2 বছর d) 1.25 বছর

344) একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হলো, ভুলক্রমে সে 35 দিয়ে গুণ করে এবং সঠিক উত্তরের থেকে তার প্রাপ্ত উত্তর 1206 কম হয়। সংখ্যাটি কত ?
a) 76 b) 74 c) 67 d) 69

➤ 9 May 2022
341) 581 টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে A -এর টাকার 4 গুণ, B -এর টাকার 5 গুণ ও C -এর টাকার 7 গুণের সমান। A ও B -এর টাকার পার্থক্য কত ?
a) 49 টাকা b) 42 টাকা c) 56 টাকা d) 63 টাকা

342) দুটি সংখ্যার যোগফল 135 এবং বিয়োগফল 21 । সংখ্যাদুটির বর্গের পার্থক্য কত ?
a) 2835 b) 2853 c) 2735 d) 2745

➤ 8 May 2022
339) 7 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করো ।
a) 44, 156 b) 44, 154 c) 48, 154 d) কোনোটিই নয়

340) দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গসেমি হলে বড় বৃত্তটির ব্যাসার্ধ কত ?
a) 21 b) 24 c) 27 d) 28

➤ 7 May 2022
337) একজন ব্যাটসম্যান দশম ইনিংসে 100 রান করায় তার গড় রান পূর্বের নয়টি ইনিংস অপেক্ষা 8 রান বৃদ্ধি পায়। 10 -ম ইনিংসের পর গড় রান কত ?
a) 20 b) 24 c) 28 d) 36

338) স্রোতের গতিবেগ 6 কিমি/ঘণ্টা ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিমি/ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত ?
a) 10 কিমি/ঘণ্টা b) 22 কিমি/ঘণ্টা c) 28 কিমি/ঘণ্টা d) 24 কিমি/ঘণ্টা


➤ 6 May 2022
335) একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের ওভার পিছু গড় রান 3.2 । জেতার জন্য 282 রানের লক্ষ্যমাত্রা থাকলে বাকি 40 ওভারে গড়ে ওভার পিছু কত রান করতে হবে ?
a) 6.25 b) 6.5 c) 6.75 d) 7

336) একজন বিক্রেতা ক্রয়মূল্যের কত শতাংশ বেশি মূল্য দ্রব্যের জন্য ধার্য করবে, যাতে 12.5% ছাড় দেওয়ার পরেও সে 5% লাভ করে :
a) 15% b) 17.5% c) 20% d) 25%


➤ 5 May 2022
333) A এবং B একসাথে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। B এবং C কাজটি 12 দিনে ও C এবং A কাজটি 15 দিনে শেষ করতে পারে। C একা কাজটি কতদিনে শেষ করবে ?
a) 50 b) 80 c) 65 d) 90

334) দুটি পাত্রের মিশ্রণের দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 7 : 2 এবং 3 : 1 । মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে ?
a) 8 : 7 b) 7 : 8 c) 15 : 3 d) 55 : 17

➤ 4 May 2022
331) A এবং B সাইকেল চেপে যথাক্রমে 20 মিটার/সেকেন্ড এবং 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে B, A থেকে 200 মিটার এগিয়ে থাকলে, পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে ?
a) 30 b) 40 c) 50 d) 60

332) A 10 কিমি/ঘণ্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর B 16 কিমি/ঘণ্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি B যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে A -কে ধরে ফেলে, তবে A -এর যাত্রা শুরুর কত সময় পরে B যাত্রা শুরু করেছিল ?
a) 2 ঘণ্টা b) 2.5 ঘণ্টা c) 3 ঘণ্টা d) 3.5 ঘণ্টা
➤ 3 May 2022
329) 8000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নির্ণয় কর ?
a) 50 টাকা b) 60 টাকা c) 61 টাকা d) 600 টাকা

330) একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বাড়ানো হল। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন নির্ণয় কর ?
a) 40% বৃদ্ধি পাবে b) 20% বৃদ্ধি পাবে c) 44% বৃদ্ধি পাবে d) 36% বৃদ্ধি পাবে
➤ 2 May 2022
327) তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। ট্র্যাফিক সিগন্যাল তিনটির 10 : 15 am -এ একসঙ্গে পরিবর্তন হওয়ার পর আবার কখন পরিবর্তিত হবে ?
a) 10:24:12 am b) 10:18:36 am c) 10:16:44 am d) 10:10:02 am

328) চারটি সংখ্যার প্রথম তিনটি সংখ্যার গড় 3375 এবং শেষ তিনটি সংখ্যার গড় 3385 হলে, প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য কত ?
a) 30 b) 10 c) 15 d) 12

➤ 1 May 2022
325) দুটি সংখ্যার অনুপাত 5 : 6 । যদি উভয় সংখ্যার থেকে 5 বিয়োগ করা হয় তাহলে অনুপাত হয় 4 : 5 । সংখ্যা দুটি কি কি ?
a) 24, 30 b) 25, 30 c) 15, 25 d) 18, 19

326) একটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত 4 : 5 । 15 লিটার জল মিশ্রিত করলে নতুন অনুপাত হয় 3 : 5 । মিশ্রণে স্পিরিটের পরিমাণ নির্ণয় করুন ।
a) 36 লিটার b) 32 লিটার c) 81 লিটার d) 45 লিটার

➤ 30 April 2022
323) গসাগু এবং লসাগু নির্ণয় করুন। 16.5, 0.45, 15
a) .13, 400 b) .13, 396 c) .15, 495 d) 15, 495

324) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং সংখ্যা দুটির লসাগু 420 হলে বের করুন : i) গসাগু ii) সংখ্যাদুটি কি কি iii) সংখ্যা দুটির যোগফল
a) 8, 64, 144, b) 12, 84, 144 c) 10, 80, 144 d) 14, 98, 144

➤ 29 April 2022
321) একজন দোকানদার দুই ধরণের চা 44 টাকা/কেজি এবং 55 টাকা/কেজি মিশ্রিত করেন এবং 40 টাকা কেজি বিক্রি করে 20% ক্ষতি করেন। কি অনুপাতে দুই ধরনের চা মিশ্রিত করেছিলেন ?
a) 5 : 3 b) 5 : 7 c) 7 : 9 d) কোনোটিই নয়

322) তিনজন ব্যক্তির একসঙ্গে বেতন 906 টাকা। তারা তাদের বেতনের 80%, 85% এবং 75% খরচ করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত হয় 7 : 6 : 19 । C এর মাসিক বেতন বের করুন।
a) 400 b) 455 c) 456 d) 486

➤ 28 April 2022
319) দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 4:3 এবং 5:3 । এদেরকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2 হবে।
a) 8:7 b) 7:8 c) 3:7 d) 2:5

320) একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিমি এবং প্রতিকূলে 30 কিমি উভয়ক্ষেত্রে 6 ঘণ্টায় যেতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করুন।
a) 5 b) 7 c) 5.5 d) কোনোটিই নয়


➤ 27 April 2022
317) একটি পরীক্ষায় একজন ছাত্র প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার কেটে যায়। যদি 150 টি প্রশ্নের সমস্তগুলো উত্তর করে 110 নাম্বার পায় তবে তার কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে ?
a) 100 b) 105 c) 115 d) 120

318) একটি জায়গার জনসংখ্যা প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি বর্তমান জনসংখ্যা 9261 জন হয় তবে 3 বছর আগে জায়গাটির জনসংখ্যা কত ছিল ?
a) 4000 b) 5000 c) 6000 d) 8000

➤ 26 April 2022
315) 1³ + 2³ + 3³ + .... +20³ = ?
a) 42100 b) 44100 c) 40010 d) 39400

316) 1 + 2 + 3 + ...... + 49 + 50 + 49 + 48 + ..... + 3 + 2 + 1 = ?
a) 2300 b) 2400 c) 2500 d) 2600
➤ 25 April 2022
313) যদি 1² + 2² + 3² + ....... + 20² = 2870 হয়, তবে 2² + 4² + 6² +....... + 40² = ?
a) 11400 b) 11440 c) 11480 d) 12800

314) A একটি কাজ 10 দিনে এবং B 12 দিনে করতে পারে। তারা কাজটি একসঙ্গে শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 1 দিন আগে A কাজ করা ছেড়ে দেয়। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল ?
a) 7 দিন b) 6 দিন c) 8 দিন d) 11 দিন

➤ 24 April 2022
311) একজন ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 3/4 অংশ হেঁটে 20 মিনিট দেরিতে অফিসে পৌঁছান। তার অফিসে পৌঁছাতে সাধারণত কত সময় লাগে ?
a) 55 b) 60 c) 35 d) 54

312) একজন নৌকারোহী স্থির জলে ঘণ্টায় 12 কিমি যেতে পারেন। ব্যক্তিটি একটি নির্দিষ্ট দূরত্বে 8 ঘণ্টায় গিয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন। যত স্রোতের বেগ 3 কিমি/ঘণ্টা হয় তবে স্থানটির দূরত্ব কত ?
a) 40 কিমি b) 42 কিমি c) 45 কিমি d) 50 কিমি

➤ 23 April 2022
309) একজন ব্যক্তি 1 টাকায় 6 টি কমলালেবু ক্রয় করেন। 1 টাকায় কয়টা করে বিক্রি করলে তার 20% লাভ হবে ?
a) 5 b) 4 c) 6 d) 7

310) 1 টাকায় 12 টি দ্রব্য বিক্রি করে একজন 4% ক্ষতি করেন। 44% লাভ করতে তাকে 1 টাকায় কয়টি করে বিক্রি করতে হবে ?
a) 7 b) 8 c) 9 d) 10

➤ 22 April 2022
307) একসঙ্গে 5 টি ঘণ্টা বাজার পর যথাক্রমে 3, 5, 7, 9 ও 11 সেকেন্ড পরপর বাজে। আবার কতক্ষণ পরে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে ?
a) 47 মিনিট b) 55 মিনিট 20 সেকেন্ড c) 57 মিনিট 45 সেকেন্ড d 45 মিনিট 47 সেকেন্ড

308) একটি অফিসে সমস্ত অফিসার ও ক্লার্কের গড় বেতন 60 টাকা। প্রত্যেক অফিসার গড়ে 400 টাকা এবং প্রত্যেক ক্লার্ক গড়ে 56 টাকা পান। যদি মোট 12 জন অফিসার থাকেন তাহলে ক্লার্কের সংখ্যা কত ?
a) 1000 জন b) 920 জন c) 1020 জন d) 1120 জন

➤ 21 April 2022
305) একটি চৌবাচ্চার A ও B নল একত্রে 60 মিনিটে B ও C নল একত্রে 40 মিনিটে এবং C ও A নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে । তবে শুধুমাত্র A নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ?
a) 50 মিনিট b) 60 মিনিট c) 80 মিনিট d) 40 মিনিট

306) A ও B একত্রে একটি কাজ যত ঘন্টায় করে A-এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে এবং B -এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে । তবে A ও B একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে ?
a) 8 ঘণ্টা b) 9 ঘণ্টা c) 10 ঘণ্টা d) 6 ঘণ্টা

➤ 20 April 2022
303) একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির দৈর্ঘ্য কত ?
a) 188 মিটার b) 175 মিটার c) 176 মিটার d) 96 মিটার

304) একটি পাত্রে 50 লিটার দুধ আছে। 10 লিটার দুধ তুলে নিয়ে সেখানে জল ঢালা হলো এবং আবার সেই মিশ্রণ থেকে 10 লিটার তুলে নিয়ে তার পরিবর্তে জল দেওয়া হলো। এখন এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত আছে ?
a) 16:7 b) 16:9 c) 17:2 d) 32:17

➤ 19 April 2022
301) একজন ব্যবসায়ী কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখল মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয়মূল্য কত ?
a) 500 টাকা b) 550 টাকা c) 600 টাকা d) 450 টাকা

302) একটি বই বিক্রি করে 12% লাভ হয়। যদি 18 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হয় তাহলে 18% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত ?
a) 200 টাকা b) 300 টাকা c) 290 টাকা d) 210 টাকা

➤ 18 April 2022
299) একজন ফল বিক্রেতা 300 টাকায় কিছু ফল কিনলেন। 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলেন। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে ?
a) 10% b) 12% c) 16% d) 21%

300) একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পায় এবং 1/3 নাম্বার প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কেটে যায়। যদি সে 75 টি প্রশ্নের সবগুলো উত্তর করে 59 নাম্বার পেয়ে থাকে তবে সে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করেছে ?
a) 60 টি b) 65 টি c) 62 টি d) 63 টি

➤ 17 April 2022
297) একজন ব্যক্তি নির্দিষ্ট মূল্যে একটি দ্রব্য ক্রায় করে, ক্রয়মূল্যের ওপর 15% ক্ষতিতে দ্রব্যটি বিক্রি করেন। যদি তিনি আরোও 90 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করেন তবে ক্রয়মূল্যের ওপর 7½% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
a) 300 টাকা b) 400 টাকা c) 425 টাকা d) 335 টাকা

298) একটি চিড়িয়াখানায় খরগোশ এবং পায়রা রাখা আছে। যদি মোট মাথার সংখ্যা 180 হয় এবং পায়ের সংখ্যা 448 হয় তবে বের করুন সেখানে পায়রার সংখ্যা কত ?
a) 135 টি b) 136 টি c) 150টি d) 130 টি

➤ 16 April 2022
295) একটি ঘড়ি 12600 টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর 5% লাভ হল। যদি ঘড়িটি 13000 টাকায় বিক্রি করা হত তবে কত লাভ হত ?
a) 25/3% b) 25% c) 15/2% d) 15%

296) একটি বই বিক্রি করে 12.5% লাভ হয়। যদি আরোও 60 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করা হত তাহলে 20% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত ?
a) 1000 টাকা b) 750 টাকা c) 805 টাকা d) 800 টাকা

➤ 15 April 2022
293) একটি দ্রব্য 22.50 টাকায় বিক্রি করায় শতকরা 10 টাকা ক্ষতি হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হত ?
a) 27 b) 27¹/₂ c) 25 d) 22

294) একজন দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয়মূল্যের সমান লাভ করে, তার লাভের হার কত ?
a) 23% b) 32% c) 15% d) 25%

➤ 14 April 2022
291) 15 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 5 গুন ছিল। 15 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়। তাদের বর্তমান বয়সের অনুপাত কত ?
a) 13 : 6 b) 13 : 5 c) 11 : 7 d) 12 : 11

292) সবথেকে বড় সংখ্যা কোনটি যা দিয়ে 62, 132, 237 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ?
a) 45 b) 32 c) 35 d) 37

➤ 13 April 2022
289) একজন ব্যক্তি 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন। যদি তিনি 900 টাকা কম দামে দ্রব্যটি ক্রয় করতেন এবং 900 টাকা কম দামে দ্রব্যটি বিক্রয় করতেন তাহলে আগের থেকে 5% বেশি লাভ করতেন। প্রথমে দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল ?
a) 3600 b) 6400 c) 5400 d) 2700

290) একজন বেসরকারি কর্মীর বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমল এবং শেষবার 10% বেড়ে 9900 টাকা হয়েছে। ব্যক্তিটির প্রাথমিক বেতন কত ছিল ?
a) 12000 টাকা b) 11800 টাকা c) 12500 টাকা d) 15000 টাকা

➤ 12 April 2022
287) তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/3, 2/5 এবং 1/6 অংশ পূর্ণ। গ্লাস তিনটি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে ?
a) 3 : 5 b) 3 : 4 c) 3 : 7 d) কোনোটিই নয়

288) একটি সুজুকি গাড়ি 2 ঘণ্টা 40 মিনিটে 200 কিমি যেতে পারে যেখানে একটি জিপ গাড়ি একই দূরত্ব 2 ঘণ্টায় যায়। তাদের গতিবেগের অনুপাত নির্ণয় করুন ?
a) 3 : 4 b) 4 : 3 c) 4 : 5 d) 5 : 4

➤ 11 April 2022
285) P, Q এবং R 2920 টাকা দিয়ে একটি তৃণভূমি ভাড়া করেন। P 20 দিন 10 টি গরু , Q 8 দিন 30 টি গরু এবং R 9 দিন 16 টি গরু সেই তৃণভূমিতে রাখেন। বের করুন R কে কত টাকা ভাড়া দিতে হবে ?
a) 735 টাকা b) 820 টাকা c) 575 টাকা d) 720 টাকা

286) এক ব্যক্তি কিছু আপেল 5 টি 10 টাকা দরে ক্রয় করেন এবং 6 টি আপেল 15 টাকা দরে বিক্রি করেন। লাভের শতকরা হার কত ?
a) 35% b) 45% c) 20% d) 25%

➤ 10 April 2022
283) A একটি কাজ 5 দিনে, B 4 দিনে এবং A, B ও C একত্রে ওই কাজটি 2 দিনে করতে পারে। C একা ওই কাজটি কতদিনে করবে ?
a) 20 দিন b) 25 দিন c) 15 দিন d) কোনোটিই নয়

284) একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ এবং দ্বিতীয় নল দ্বারা 25 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটির অর্ধেক জলপূর্ণ অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিটের জন্য খোলা হল। তারপর সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হল। এখন দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জলশুন্য হবে ?
a) 20 মিনিট b) 30 মিনিট c) 45 মিনিট d) 15 মিনিট

➤ 9 April 2022
281) একজন ব্যক্তি 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি সে 12 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করতেন তাহলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
a) 60 টাকা b) 40 টাকা c) 30 টাকা d) 22 টাকা

282) একটি শহরের জনসংখ্যা 126800 জন। প্রথম বছর 15% বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বছর 20% হ্রাস পায়। তবে 2 বছর শেষে শহরের জনসংখ্যা কত হবে ?
a) 174984 b) 135996 c) 116656 d) 145820

➤ 8 April 2022
279) এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘণ্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 ঘণ্টা সময়ে অতিক্রম করলে, বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত ছিল ?
a) 7 কিমি/ঘণ্টা b) 7.5 কিমি/ঘণ্টা c) 8 কিমি/ঘণ্টা d) 9 কিমি/ঘণ্টা

280) দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের দুধের ব্যয়ভার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হল। ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল ?
a) 24% b) 28% c) 20% d) 15%

➤ 7 April 2022
277) A একটি কাজ 15 দিনে এবং B সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করে কিন্তু কিছুদিন পরে B কাজটি ছেড়ে চলে যায় এবং বাকি কাজটি A একা 7 দিনে শেষ করে। কাজটি শুরু করার কয়দিন পরে B চলে যায় ?
a) 3 দিন b) 5 দিন c) 7 দিন d) 9 দিন

278) নীলু একটি জায়গায় 6 ঘণ্টা হেঁটে পৌঁছায় এবং ফেরার সময় তার হাঁটার গতিবেগ 2 কিমি/ঘণ্টা কমে গিয়ে 9 ঘণ্টা সময় নেয় শুরুর স্থানে আসতে। ফেরার সময় নীলুর গতিবেগ কত ছিল ?
a) 2 কিমি/ঘণ্টা b) 5 কিমি/ঘণ্টা c) 4 কিমি/ঘণ্টা d) 7 কিমি/ঘণ্টা

➤ 6 April 2022
275) একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 15% হারে হ্রাস পায়। বর্তমান জনসংখ্যা 60000 হলে, 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
a) 43350 b) 43360 c) 50000 d) কোনোটিই নয়

276) এক ব্যক্তি 50 কেজি চিনির কিছু অংশ 30 টাকা/কেজি দরে এবং বাকি অংশ 40 টাকা/কেজি দরে বিক্রি করে মোট 1800 টাকা পেলেন। দুটি অংশের পরিমাণ নির্ণয় করো।
a) 34, 16 b) 25, 25 c) 20, 30 d) 15, 35

➤ 5 April 2022
273) 5625 টাকা A, B এবং C এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে B এবং C একসাথে যা পায় তার 1/2 A পায়। A এবং C একসাথে ভাগে যা পায় তার 1/4 B পায়। বের করুন A এবং B মোট কত টাকা পায় ?
a) 5000 টাকা b) 3000 টাকা c) 15000 টাকা d) 9000 টাকা

274) একটি আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গসেমি হলে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত ?
a) 4 সেমি b) 3 সেমি c) 2 সেমি d) কোনোটিই নয়

➤ 4 April 2022
271) ক্রমিক 11 টি জোড় সংখ্যার গড় 18 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি ?
a) 21, 5 b) 22, 3 c) 28, 8 d) 18, 7

272) দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে, তাদের কর্ণের অনুপাত কত ?
a) 4:2 b) 4:3 c) 6:1 d) কোনোটিই নয়

➤ 3 April 2022
269) নিতা কিছু টাকা 6% সরল সুদের হারে প্রথম 3 বছরের জন্য, পরবর্তী 5 বছরের জন্য 9% হারে এবং 8 বছর পরে 13% সরল সুদের হারে ধার করে। যদি সে 11 বছর পরে মোট সুদ 8160 টাকা দিয়ে থাকে তাহলে সে কত টাকা নিয়েছিল ?
a) 12000 টাকা b) 10000 টাকা c) 8000 টাকা d) 7500 টাকা

270) একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব A থেকে B তে 42 কিমি/ঘণ্টা গতিবেগে যায় এবং B থেকে A তে ফিরে আসে 48 কিমি/ঘণ্টা গতিবেগে। গাড়িটির গড় গতিবেগ নির্ণয় করুন ?
a) 45 কিমি/ঘণ্টা b) 46 কিমি/ঘণ্টা c) 44 কিমি/ঘণ্টা d) 44.8 কিমি/ঘণ্টা

➤ 2 April 2022
267) একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত 4 : 5 । যখন 100 জন মেয়ে বিদ্যালয় ছেড়ে যায় তখন নতুন অনুপাত হয় 6:7 । সেই বিদ্যালয়ে ছেলেদের সংখ্যা কত ?
a) 1800 b) 1200 c) 1000 d) 1500

268) M, N এবং P 50000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। M, 4000 টাকা N -এর থেকে বেশি দেয়, N, 5000 টাকা বেশি দেয় P -এর থেকে। মোট লভ্যাংশ 70000 টাকার মধ্যে M কত টাকা পাবে ?
a) 29400 টাকা b) 30000 টাকা c) 35000 টাকা d) 40000 টাকা

➤ 1 April 2022
265) A ও B যথাক্রমে 3000 টাকা ও 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। A ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হয়। কোনো এক বছর A মোট 390 টাকা লভ্যাংশ পেলে, B কত টাকা পায় ?
a) 360 টাকা b) 630 টাকা c) 603 টাকা d) কোনোটিই নয়

266) 120 জন আবেদনকারীর মধ্যে 70 জন পুরুষ এবং 80 জনের ড্রাইভিং লাইসেন্স আছে। ড্রাইভিং লাইসেন্সধারী নূন্যতম থেকে সর্বোচ্চ সংখ্যক পুরুষের মধ্যে অনুপাত কত হবে ?
a) 1:2 b) 2:3 c) 3:7 d) 5:7

➤ 31 March 2022
263) একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ কত হবে ?
a) 4 একক b) 2 একক c) 3 একক d) 7 একক

264) একটি দ্রব্যের ধার্য্যমুল্য 400 টাকা। 25% ছাড় দিয়েও দ্রব্যটিতে 50% লাভ হয়। কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হতো ?
a) 50% b) 80% c) 95% d) 100%

➤ 29 March 2022
261) একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মুল্যের ওপর 10% ক্ষতিতে দ্রব্য বিক্রি করেন কিন্তু দ্রব্যের ওজনে 20% কম দেন। ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতির হার কত ?
a) 12% ক্ষতি b) 22.5% লাভ c) 13.9% ক্ষতি d) 12.5% লাভ

262) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে ?
a) 8% হ্রাস b) 8% বৃদ্ধি c) 6% হ্রাস d) 6% বৃদ্ধি

➤ 28 March 2022
259) A, 4500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 7 মাস পর B কিছু টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। এক বছর পর 2:3 অনুপাতে A এবং B -এর লভ্যাংশ বন্টিত হয়। B কত টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় ?
a) 16000 টাকা b) 16100 টাকা c) 16200 টাকা d) কোনোটিই নয়

260) করণের বর্তমান বয়স শিভমের বয়সের থেকে 5 গুন। 10 বছর পরে করণের বয়স শিভমের থেকে 3 গুন হবে। করণ এবং শিভমের বর্তমান বয়স কত ?
a) 50 বছর, 12 বছর b) 45 বছর, 7 বছর c) 50 বছর, 10 বছর d) কোনোটিই নয়

➤ 27 March 2022
257) 2186 টাকা A, B এবং C এর মধ্যে ভাগ করা হয়। যদি তাদের ভাগে পাওয়া টাকার থেকে 26 টাকা, 28 টাকা এবং 32 টাকা কামানো হয, তাহলে তাদের টাকার অনুপাত হয় 9:13:8 । A কত টাকা ভাগে পেয়েছিল ?
a) 576 টাকা b) 640 টাকা c) 656 টাকা d) 672 টাকা

258) 9375 টাকার 2 বছরের জটিল সুদ কত হবে, যদি প্রথম বছরের সুদের হার 2% হয় এবং দ্বিতীয় বছরের সুদের হার হয় 4% ।
a) 570 টাকা b) 670 টাকা c) 770 টাকা d) 760 টাকা

➤ 26 March 2022
255) একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়। পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য কত বৃদ্ধি করতে হবে ?
a) 10% b) 11% c) 100/9% d) 100/11%

256) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ?
a) 120 b) 116 c) 115 d) 135

➤ 25 March 2022
253) একজন ব্যক্তি তার আয়ের 2/5অংশ বড়ো ছেলেকে এবং 30% অংশ তার ছোট ছেলেকে দেন। তিনি বাকি টাকা তিনটি সংস্থা A,B এবং C এর মধ্যে 3:5:2 অনুপাতে দান করেন। যদি দুই ছেলের পাওয়া টাকার পার্থক্য 2000 টাকা হয়, তবে ব্যক্তিটি C সংস্থাকে কত টাকা দিয়েছেন ?
a) 1000 টাকা b) 1140 টাকা c) 1200 টাকা d) 1256 টাকা

254) একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার। বাগানটির দৈর্ঘ্য কত ?
a) 4 মিটার b) 8 মিটার c) 3 মিটার d) 5 মিটার

➤ 24 March 2022
251) দুটি সংখ্যার অনুপাত 2 : 3 । যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় 3 : 4 । সংখ্যা দুটির গুণফল কত ?
a) 360 b) 480 c) 486 d) 512

252) একটি কাজ 50 দিনে শেষ করতে হবে এবং 105 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে যারা প্রত্যেকে দিনে 8 ঘণ্টা করে কাজ করবে। 25 দিন পরে 2/5 অংশ কাজ সম্পন্ন হয়েছে। আরোও কতজন লোক নিয়োগ করতে হবে যারা প্রত্যেকে দিনে 9 ঘণ্টা করে কাজ করে কাজটি সময়মত শেষ করতে পারবে ?
a) 34 জন b) 36 জন c) 35 জন d) 33 জন

➤ 23 March 2022
249) 5 বছর পরে সরল সুদে কিছু টাকার সুদ হয় 200 টাকা। পরবর্তী 5 বছরে সেই মূলধন তিনগুণ হয়। 10 বছরের শেষে মোট সুদ কত টাকা হবে ?
a) 650 টাকা b) 850 টাকা c) 800 টাকা d) 750 টাকা

250) একটি লম্ব বৃত্তাকার চোঙের কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি পেলে, আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে ?
a) 20% b) 30% c) 22% d) 25%

➤ 22 March 2022
247) 12 টি কলম এবং 5 টি পেন্সিলের মূল্য 111 টাকা। 1 টি পেন্সিলের মূল্য 1 টি কলমের মূল্যের থেকে 5 টাকা কম। 8 টি কলম এবং 9 টি পেন্সিলের দাম কত হবে ?
a) 89 b) 97 c) 91 d) 78

248) সঞ্জয় এবং সুরেশের মোট ওজন 120 কেজি। যদি সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি হয় তবে সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত কি হবে ?
a) 0.4 b) 0.6 c) 0.3 d) 0.25

➤ 21 March 2022
245) 8 টাকা/কেজি দরের এক প্রকার নুনের সাথে 11 টাকা/কেজি দরের অপর এক প্রকার নুন 1:2 অনুপাতে মেশালে, মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে ?
a) 12 টাকা b) 10 টাকা c) 5 টাকা d) 8 টাকা

246) একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 সেমি এবং প্রস্থ 2 সেমি হলে, তার ক্ষেত্রফল কত ?
a) 10 বর্গসেমি b) 8 বর্গসেমি c) 12 বর্গসেমি d) 14 বর্গসেমি

➤ 20 March 2022
243) একজন ডিলার 3/4 অংশ দ্রব্য 24% লাভে করেন এবং বাকি অংশ কেনা দামে বিক্রি করেন। সমস্ত দ্রব্যের উপর শতকরা কত লাভ করেন ?
a) 15 b) 18 c) 24 d) 32

244) একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20 সেমি হলে , বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করুন ?
a) 100 বর্গসেমি b) 150 বর্গসেমি c) 400 বর্গসেমি d) 350 বর্গসেমি

➤ 19 March 2022
241) 3 জন মহিলার গড় ওজন 4 কেজি বৃদ্ধি পায়, যখন 100 কেজি ওজনের একজন মহিলার পরিবর্তে অন্য মহিলা আসে। নতুন মহিলার ওজন কত ?
a) 100 কেজি b) 110 কেজি c) 112 কেজি d) 90 কেজি

242) 20 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থবিশিষ্ট মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
a) 110 বর্গমিটার b) 90 বর্গমিটার c) 112 বর্গমিটার d) 122 বর্গমিটার

➤ 18 March 2022
239) মি. রাকেশ 24200 টাকা বছরে 4% সরল সুদের হারে 6 বছরের জন্য বিনিয়োগ করেন। পরবর্তীতে তিনি তার আসল এবং পাওয়া সুদ সহ একই সরল সুদের হারে 4 বছরের জন্য বিনিয়োগ করেন। 4 বছর পরে তিনি সুদ কত পাবেন ?
a) 4800 b) 4850.32 c) 4801.28 d) 4700

240) A যখন একটি কাজ একাই করে তখন তার 16 দিন বেশি লাগে A এবং B যখন একসাথে কাজটি করে তার থেকে । আবার B যখন একাই করে তখন তার A এবং B যখন একসাথে করে তার থেকে 9 দিন বেশি লাগে। A এবং B একসাথে কাজটি করলে তা কতদিনে শেষ হয় ?
a) 10 দিন b) 12 দিন c) 13 দিন d) 22 দিন

➤ 17 March 2022
237) একজন ব্যক্তি 6 কিমি/ঘণ্টা বেগে 30 কিমি এবং বাকি 40 কিমি পথ 5 ঘণ্টায় অতিক্রম করে। সমস্ত যাত্রাপথের গড় গতিবেগ নির্ণয় করুন ?
a) 7 কিমি/ঘণ্টা b) 8 কিমি/ঘণ্টা c) 5 কিমি/ঘণ্টা d) 4 কিমি/ঘণ্টা

238) এক কাপড়ের ব্যবসায়ী কাপড় বিক্রি করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম কাপড় দেয়। তার শতকরা লাভ নির্ণয় করো ?
a) 100/9% b) 100/7% c) 12% d) 14%

➤ 16 March 2022
235) রমেশ স্থির জলে ঘণ্টায় 4.5 কিমি বেগে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার ফিরে আসে। তার সমস্ত যাত্রাপথের গড় বেগ নির্ণয় করুন যদি নদীর স্রোতের বেগ 1.5 কিমি/ঘণ্টা হয়।
a) 8 কিমি/ঘণ্টা b) 4 কিমি/ঘণ্টা c) 6 কিমি/ঘণ্টা d) 3 কিমি/ঘণ্টা

236) একটি বৃত্তের ব্যাসার্ধ 6% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
a) 15% b) 12.36% c) 8.39% d) 17%

➤ 15 March 2022
233) A,B এবং C তিনজনে 4:6:9 অনুপাতে মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করেন। ব্যবসার শেষে শর্ত অনুযায়ী তারা 2:3:5 অনুপাতে লভ্যাংশ পায়। তাদের মূলধন কত সময়ের অনুপাতে রাখা হয়েছিল বের করুন ?
a) 1:1:9 b) 2:2:9 c) 10:10:9 d) 9:9:10

234) 240 জনের খাবার 48 দিনের জন্য মজুত ছিল। একই খাবার 160 জন কতদিন খেতে পারবে ?
a) 54 দিন b) 60 দিন c) 64 দিন d) 72 দিন

➤ 14 March 2022
231) 60 লিটারের একটি মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 2:1 । কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত হবে 1:2 ?
a) 55 b) 60 c) 50 d) 45

232) 5% হারে 10000 টাকার 3 বছরে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কত হবে ?
a) 76.25 b) 76.75 c) 76.50 d) 76

➤ 13 March 2022
229) A একটি কাজ 20 দিনে এবং B 30 দিনে করতে পারে। A কাজটি 4 দিন করে এবং বাকি কাজটি B এবং C একসাথে 18 দিনে শেষ করে। C একা কাজটি কতদিনে শেষ করতে পারবে ?
a) 12 b) 68 c) 72 d) 90

230) একজন ব্যক্তি পাঁচ দোকানের প্রতিটি থেকে 36 টাকার করে কমলালেবু কিনে আনেন। বিভিন্ন দোকানে প্রতিটি কমলালেবুর দাম 1 টাকা, 1.50 টাকা, 1.80 টাকা, 2 টাকা এবং 2.25 টাকা। একটি কমলালেবুর গড় মূল্য নির্ণয় করুন।
a) 1.91 টাকা b) 2 টাকা c) 1.58 টাকা d) 1.80 টাকা

➤ 12 March 2022
227) বছরে 4% জটিল সুদের হারে 2602 টাকা X এবং Y এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে 7 বছর পরে X যা টাকা পায় 9 বছর পরে Y একই টাকা পায়। কে কত পাবে ?
a) 1352, 1250 b) 1400, 1350 c) 1415, 1300 d) 1500, 1450

228) একজন দোকানদার 80 টি ক্রিকেট ব্যাট প্রতিটি 50 টাকা করে ক্রয় করেন। তিনি 20টি ব্যাট 5% লাভে বিক্রি করেন। বাকি ব্যাট শতকরা কত টাকা লাভে বিক্রি করলে সমস্ত ব্যাটের ওপর তিনি 10% লাভ করবেন ?
a) 35/11% b) 25/2% c) 35/3% d) কোনোটিই নয়

➤ 11 March 2022
225) x, y -এর থেকে 10% কম এবং y, 125 এর থেকে 10% বেশি। x = ?
a) 150 b) 143 c) 140.35 d) 123.75

226) তিনটি পাত্রের দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ যথাক্রমে 20%, 40% ও 60% । একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ তিনটির 30 লিটার, 30 লিটার ও 40 লিটার নিয়ে ভরতি করা হলে, নতুন মিশ্রণে দুধের ভাগ কত হবে ?
a) 42% b) 41% c) 35% d) 43%

➤ 10 March 2022
223) একটি গাছের উচ্চতা প্রতি বছর 1/8 গুন বৃদ্ধি পায়। যদি গাছটি এখন 64 সেমি উচ্চতার হয়, তবে 2 বছর পরে গাছটির উচ্চতা কত হবে ?
a) 80 সেমি b) 81সেমি c) 76 সেমি d) 84 সেমি

224) লসাগু নির্ণয় করুন। 5/6, 15/8, 25/32
a) 13.5 b) 10.5 c) 37.5 d) কোনোটিই নয়

➤ 9 March 2022
221) এক ব্যক্তি নদীতে 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় এবং 3 ঘণ্টা স্রোতের অনুকূলে 15 কিমি যায়। স্রোতের বেগ (কিমি/ঘণ্টা) −
a) 2 b) 4 c) 6 d) 9

222) A একটি দ্রব্য B -কে 15% লাভে এবং B ওই বইটি C -কে 20% লাভে, 690 টাকায় বিক্রি করে। A ওই বইটি কত টাকায় কিনেছিল ?
a) 500 টাকা b) 525 টাকা c) 600 টাকা d) 625 টাকা

➤ 8 March 2022
219) একজন বিক্রেতা 14 টাকায় 5 টি লেবু বিক্রি করে 40% লাভ করেন। তিনি প্রতি ডজন লেবু কত টাকায় ক্রয় করেন ?
a) 20 b) 21 c) 24 d) 28

220) সবচেয়ে বড়ো সংখ্যা কোনটি যা দিয়ে 13850 এবং 17030 কে ভাগ করলে 17 ভাগশেষ থাকে ?
a) 477 b) 159 c) 107 d) 87

➤ 7 March 2022
217) একটি বাক্সে 1 টাকা,50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে, 50 পয়সার সংখ্যা কত ?
a) 120 b) 60 c) 150 d) 180

218) একটি খালি চৌবাচ্চার দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে জলপূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে ?
a) 8 মিনিটে b) 6 মিনিটে c) 5 মিনিটে d) 4 মিনিটে

➤ 6 March 2022
215) একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5 । যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, তবে অনুপাত হয় 6:7 । বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত ?
a) 1300 b) 1500 c) 1600 d) 1200

216) 5 বছর আগে P এবং Q এর গড় বয়স ছিল 15 বছর। এখন P, Q এবং R এর গড় বয়স আছে 20 বছর। 10 বছর পরে R এর বয়স কত হবে ?
a) 35 বছর b) 40 বছর c) 30 বছর d) 50 বছর

➤ 5 March 2022
213) 5+5×5÷5-5 = ?
a) 3 b) 5 c) -5 d) 1

214) একটি ক্লাসের 60 জন ছাত্রের মধ্যে 35 জন অঙ্ক পড়ে, 20 জন অঙ্ক ও রসায়ন পড়ে। কতজন ছাত্র শুধুমাত্র রসায়ন পড়ে ?
a) 40 b) 35 c) 25 d) 155

➤ 11 February 2022
211) 12+22+32+ ..... +102 = 385 হলে, 22+42+62+ ....... +202 = ?
a) 770 b) 1540 c) 1155 d) 385

212) 20 জন লোক দৈনিক 6 ঘণ্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘণ্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে ?
a) 6 b) 10 c) 12 d) 15

➤ 27 December 2021
209) X এবং Y একসঙ্গে একটি ব্যবসা শুরু করে। X 8000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং Y 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। মোট লভ্যাংশ থেকে Y 2/7 অংশ দাবি করে। ব্যবসাতে Y কত টাকা বিনিয়োগ করেছিল ?
a) 5000 b) 5400 c) 7400 d) 6400

210) P একটি কাজ 12 দিনে করতে পারে যেখানে Q একা কাজটি 8 দিনে সম্পন্ন করে। R এর সাহায্যে তারা একসঙ্গে কাজটি 4 দিনে শেষ করতে পারে। কাজটি R একা করলে কতদিনে শেষ করবে ?
a) 25 দিন b) 34 দিন c) 14 দিন d) 24 দিন

➤ 08 December 2021
207) X কিমি পথ যেতে A, B এর থেকে 4 ঘণ্টা বেশি সময় নেয়। যদি A তার গতি দ্বিগুণ করে তাহলে তার B এর থেকে 2 ঘণ্টা কম সময় লাগে। X কিমি পথ যেতে B এর কত সময় লাগে ?
a) 8 ঘণ্টা b) 4 ঘণ্টা c) 6 ঘণ্টা d) 9 ঘণ্টা

208) M, N ও P তিনজনে 50000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। M, N এর থেকে 4000 টাকা বেশি দেয় এবং N, P এর থেকে 5000 টাকা বেশি দেয়। মোট লভ্যাংশ 70000 টাকা থেকে M কত টাকা ভাগে পাবে ?
a) 29400 b) 30000 c) 35000 d) 40000

➤ 03 December 2021
205) 5 টাকায় 6 টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4 টি হিসাবে বিক্রি করলে,শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
a) 10% লাভ b) 10% ক্ষতি c) 5% লাভ d) কোনোটিই নয়

206) 440 বর্গমিটার লোহার পাত দিয়ে 3 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাস কত হবে ?
a) 7 সেমি b) 14 সেমি c) 20 সেমি d) 12 সেমি

➤ 28 November 2021
203) এক ব্যক্তি প্রথম মিনিটে 3 মিটার কাপড় এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত 1/2 মিটার কাপড় সেলাই করতে পারে। 38 মিটার কাপড় সেলাই করতে কত মিনিট সময় লাগবে ?
a) 6 b) 7 c) 8 d) 10

204) একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গসেমি এবং কর্ণ 2√13 সেমি হলে, তার পরিসীমা কত ?
a) 25 সেমি b) 18 সেমি c) 20 সেমি d) কোনোটিই নয়

➤ 26 November 2021
201) কোন মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়। আসল কত ?
a) 800 টাকা b) 1050 টাকা c) 1000 টাকা d) 1100 টাকা

202) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 50% করে বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ?
a) 125% b) 150% c) 200% d) 50%

➤ 25 November 2021
199) একটি নৌকা স্রোতের অনুকূলে এক ঘন্টায় 20 কিমি যেতে পারে এবং একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে 2 ঘণ্টা সময় লাগে। ঘণ্টায় স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করুন ?
a) 15 কিমি এবং 4 কিমি b) 14 কিমি এবং 5 কিমি c) 15 কিমি এবং 5 কিমি d) কোনোটিই নয়

200) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 45 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে ?
a) 220√5/4 বর্গসেমি b) 225√3/4 বর্গ সেমি c) 125√3/4 বর্গসেমি d) কোনোটিই নয়

➤ 24 November 2021
197) বছরের শুরুতে A ও B যথাক্রমে 20000 টাকা এবং 25000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কিছু মাস পরে A আরোও 10000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 15250 টাকা লাভ হলে B, 7500 টাকা পায়। A কত মাস পরে 10000 টাকা বিনিয়োগ করে ?
a) 6 মাস b) 5 মাস c) 7 মাস d) 4 মাস

198) 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে A এবং B পরস্পরের অভিমুখে এসে 6 ঘণ্টায় মিলিত হয়। যদি A পূর্বের 2/3 অংশ গতিবেগে এবং B তার পূর্বের দ্বিগুণ গতিবেগে যাত্রা করে তবে তারা 5 ঘণ্টা পরে মিলিত হয়। A -এর গতিবেগ কত ?
a) 4 কিমি/ঘণ্টা b) 6 কিমি/ঘণ্টা c) 10 কিমি/ঘণ্টা d) 12 কিমি/ঘণ্টা

➤ 17 November 2021
195) একটি শহরের জনসংখ্যা 126800 জন। প্রথম বছর 15% জনসংখ্যা বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর 20% জনসংখ্যা হ্রাস পায়। 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে ?
a) 174984 b) 135996 c) 116656 d) 145820

196) আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12½% হ্রাস পেল। জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল ?
a) 1.65% হ্রাস b) 0.65% বৃদ্ধি c) 0.625% হ্রাস d) 0.625% বৃদ্ধি

➤ 11 November 2021
193) 20টি দ্রব্যের বিক্রয়মূল্য 22টি দ্রব্যের ক্রয়মূল্যের সমান। লাভের হার কত ?
a) 12% b) 9% c) 10% d) 11%

194) একজন ব্যক্তি 5 কিমি/ঘণ্টা বেগে 20 কিমি যান এবং তারপর 3 কিমি/ঘণ্টা বেগে 15 কিমি পথ যান এবং শেষ 10 কিমি তিনি 2 কিমি/ঘণ্টা বেগে যান। সমস্ত যাত্রাপথের গড় গতিবেগ নির্ণয় করুন।
a) 45/13 কিমি/ঘণ্টা b) 47/16 কিমি/ঘণ্টা c) 45/14 কিমি/ঘণ্টা d) কোনোটিই নয়

➤ 10 November 2021
191) একজন দুধ বিক্রেতা একটি নির্দিষ্ট পরিমাণ দুধ বিক্রয় করেন। কোন অনুপাতে জল মেশাতে হবে যাতে সে ক্রয়মূল্যে মিশ্রণ বিক্রি করে 5% লাভ করতে পারবে।
a) 1:18 b) 1:20 c) 2:15 d) 3:17

192) রমেন এবং গগনের আয়ের অনুপাত 4:3 এবং খরচের অনুপাত 3:2 । যদি প্রত্যেকে 2500 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের আয় এবং খরচ নির্ণয় করুন।
a) রমেনের আয় 10000, খরচ 7000 এবং গগনের আয় 7000, খরচ 4500 b) রমেনের আয় 10000, খরচ 8000 এবং গগনের আয় 7000, খরচ 4500 c) রমেনের আয় 10000, খরচ 7500 এবং গগনের আয় 7500, খরচ 5000 d) কোনোটিই নয়

➤ 8 November 2021
189) একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের দামে দ্রব্য বিক্রি করেন কিন্তু তিনি 1 কেজির জায়গায় 930 গ্রাম দ্রব্য দেন। ব্যবসায়ীটির শতকরা লাভের পরিমাণ নির্ণয় করুন।
a) 700/93% b) 701/93% c) 855/97%   d) কোনোটিই নয়

190) একটি অফিসের সমস্ত লোকেদের প্রত্যেক দিনের গড় বেতন 200 টাকা। দিনে অফিসারদের গড় বেতন 550 টাকা এবং কর্মচারীদের দিনে গড় বেতন 120 টাকা। যদি অফিসারদের সংখ্যা 16 জন হয়ে থাকে, তাহলে কর্মচারীদের সংখ্যা বের করুন।
a) 80 জন b) 70 জন c) 75 জন d) 95 জন

➤ 7 November 2021
187) 1500 টাকার 4 বছরের সরল সুদ 50 টাকা এবং 8 বছরের সরল সুদ 80 টাকা। সরল সুদের হার কত ?
a) 1% b) 0.5% c) 2% d) 3.5%

188) একজন বিক্রেতা ক্রয়মূল্যের ওপর 6% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন কিন্তু তিনি দ্রব্যটির 16 গ্রামের জায়গায় 14 গ্রাম বিক্রয় করেন । শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন।
a) 53/7% লাভ b) 58/7% ক্ষতি   c) 52/7% লাভ   d) কোনোটিই নয়

➤ 6 November 2021
185) একটি পরীক্ষায় 65% পরীক্ষার্থী বাংলায়, 35% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 20% উভয় বিষয়ে পাস করে। যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা 540 হয় তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে ?
a) 100 b) 108 c) 110 d) 114

186) দুটি ট্রেন যথাক্রমে 90 কিমি/ঘণ্টা এবং 72 কিমি/ঘণ্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইন ধরে পরস্পরের অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ডে এবং 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে ?
a) 62/9 সেকেন্ড b) 65/9 সেকেন্ড c) 7 সেকেন্ড d) কোনোটিই নয়

➤ 5 November 2021
183) A একটি কাজ 10 দিনে করতে পারে, যেখানে B একা কাজটি 15 দিনে করে। তারা একসঙ্গে 5 দিন কাজ করে এবং বাকি কাজ M, 2 দিনে সম্পন্ন করে। যদি তারা কাজটি সম্পন্ন করার জন্য 9000 টাকা পেয়ে থাকে তাহলে কে কত টাকা ভাগে পাবে হিসাব করুন।
a) 3000, 2000, 1500 b) 4500, 3000, 1500 c) 4000, 3500, 1500 d) 5500, 2000, 1500

184) যদি P2 + 4Q2 = 4PQ হয়, তবে P : Q = ?
a) 1 : 3 b) 3 : 1 c) 2 : 1 d) 1 : 2

➤ 4 November 2021
181) A, B ও C একটি কাজ 8, 12 ও 15 দিনে করতে পারে। A এবং B একসাথে কাজ শুরু করে কিন্তু A, 2 দিন কাজ করে চলে যায়। তারপর C, B এর সাথে কাজে যুক্ত থাকে কাজটি শেষ হওয়া পর্যন্ত।  মোট কতদিনে কাজটি শেষ হয় ?
a) 53/9 দিন b) 34/7 দিন c) 8 দিন d) 9 দিন

182) Y এর বেতনের 80% হলো X এর বেতন এবং X এর 120% বেতন হলো Z এর বেতন। X, Y ও Z এর বেতনের অনুপাত বের করুন।
a) 4:6:5 b) 4:5:6 c) 20:25:24 d) 16:25:24

➤ 3 November 2021
179) কোনো শহরের জনসংখ্যা প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি বর্তমান জনসংখ্যা 9261 জন থাকে তাহলে 3 বছর আগে সেই শহরের জনসংখ্যা কত ছিল ?
a) 9000 b) 8000 c) 5400 d) 6800

180) একটি চিড়িয়াখানায় খরগোশ এবং পায়রা আছে। যদি মাথার সংখ্যা 100 টি এবং পা 290 টি থাকে তাহলে সেই চিড়িয়াখানায় খরগোশের সংখ্যা কয়টি আছে ?
a) 50 b) 60 c) 45 d) 40

➤ 2 November 2021
177) একটি ঘড়ি ঘণ্টায় 6.5 সেকেন্ড কমে যায় যখন ঘর গরম থাকে, এবং ঘরটি যখন ঠান্ডা থাকে তখন ঘড়িতে ঘণ্টায় 3.9 সেকেন্ড বেড়ে যায়। ঘড়িটি 24 ঘণ্টাই সঠিক সময় দেয়। 24 ঘণ্টায় ঘরটি কতক্ষণ গরম থাকে ?
a) 15 ঘণ্টা b) 8 ঘণ্টা c) 9 ঘণ্টা d) 10 ঘণ্টা

178) (25)7.5 × (5)2.5 ÷ (125)1.5 = 5?
a) 510 b) 57 c) 511 d) 513

➤ 1 November 2021
175) রোহিত 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি/ঘণ্টা বেগে গিয়ে 40 কিমি/ঘণ্টা বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ হলো (কিমি/ঘণ্টা) -
a) 72 b) 71.11 c) 34 d) 35.55

176) অমিত একটি রেডিও 3072 টাকায় বিক্রি করে 20% ক্ষতি করে। সে যদি রেডিওটি 4080 টাকায় বিক্রি করতো তাহলে কত লাভ হতো ?
a) 5% b) 6.25% c) 8% d) 9%

➤ 30 October 2021
173) একটি ফ্যাক্টরিতে একই সংখ্যক মহিলা এবং শিশু শ্রমিক রয়েছে। মহিলারা দিনে 6 ঘন্টা এবং শিশুরা দিনে 4 ঘন্টা কাজ করে। উৎসবের সময় কাজের পরিমাণ 50% বৃদ্ধি পায়। সরকারের নতুন নিয়ম অনুযায়ী শিশুরা 6 ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। যদি মহিলারা এবং শিশুরা একই কর্মক্ষম হয় এবং অতিরিক্ত কাজটি মহিলারা করেন। তাহলে অতিরিক্ত কাজ শেষ করতে মহিলাদের দিনে অতিরিক্ত কত ঘন্টা কাজ করতে হবে ?
a) 5 b) 3 c) 4 d) 9

174) A, B এবং C এর মধ্যে 600 টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে A এর 2/5 অংশের 40 টাকা বেশি, B এর 2/7 অংশের 20 টাকা বেশি এবং C এর 9/17 অংশের 10 টাকা বেশি এবং এভাবে তিনজনের টাকাই সমান। B এর অংশ কত -
a) 150 টাকা b) 185 টাকা c) 280 টাকা d) 285 টাকা

➤ 29 October 2021
171) A একটি কাজ 16 দিনে শেষ করে। B , A এর থেকে 60% বেশি কর্মক্ষম হলে, B এর কাজটি শেষ করতে কতদিন লাগবে ?
a) 10 দিন b) 12 দিন c) 25 দিন d) 30 দিন

172) অভি, মনোজ এবং অরুণ তিনজনে 3:2:5 অনুপাতে টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তাদের 45000 টাকা লাভ হয় যা তাদের মোট মূলধনের 15% । মনোজ ব্যবসায় কত টাকা দিয়েছিল ?
a) 60000 b) 18000 c) 30000 d) 90000

➤ 27 October 2021
169) মহিত সিদ্ধান্ত নিয়েছে চাকরি পাবার তিন বছর পরে বিয়ে করবে। সে 17 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাস করে। তারপর 3 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি এবং তারপর 2 বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করে। পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করার 1 বছর পরে সে একটি চাকরি পায়। কত বছর বয়সে মহিত বিয়ে করেছিল ?
a) 27 বছর b) 26 বছর c) 28 বছর d) 23 বছর

170) নন্দিনী হিন্দি, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি এবং সংস্কৃত এই পাঁচটি বিষয় মিলিয়ে 80% মার্কস পায়, প্রত্যেকটি বিষয়ে সর্বোচ্চ নম্বর ছিল 105 । নন্দিনী বিজ্ঞানে কত পেয়েছে যদি সে হিন্দিতে 89, সংস্কৃতে 92, অঙ্কে 98 এবং ইংরেজিতে 81 পেয়ে থাকে।
a) 60 b) 75 c) 65 d) 70

➤ 26 October 2021
167) আয়ুশ এবং বাবলু দুজনে মিলে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসার মোট মূলধনের 1/4 অংশ আয়ুশ দেয় 15 মাসের জন্য। বাবলু যদি মোট লভ্যাংশের 2/3 অংশ পায় তাহলে বাবলুর টাকা কত দিনের জন্য ব্যবসায় ছিল ?
a) 10 মাস b) 9 মাস c) 11 মাস d) 7 মাস

168) একটি টাকা A, B, C এবং D এর মধ্যে 3 : 7 : 9 : 13 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি B 4872 টাকা পায় তাহলে A এবং C একসাথে মোট কত টাকা পাবে ?
a) 8352 b) 6998 c) 9784 d) 7456

➤ 25 October 2021
165) 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ, 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে ?
a) 5 b) 6 c) 3 d) 4

166) এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1 । তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচও 20% বৃদ্ধি পেল। তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত ?
a) 40% বৃদ্ধি b) 50% বৃদ্ধি c) 44% হ্রাস d) 25% হ্রাস

➤ 22 October 2021
163) দুইজন ব্যক্তির সাপ্তাহিক আয়ের অনুপাত 7 : 3 এবং সাপ্তাহিক খরচের অনুপাত 5 : 2 । যদি প্রত্যেকে সপ্তাহে 300 টাকা সঞ্চয় করে, তাহলে সপ্তাহে প্রথম ব্যক্তির আয় কত ?
a) 7500 b) 4500 c) 6300 d) 5400

164) একটি টাকার 2 বছরের সরল সুদ 120 টাকা এবং জটিল সুদ 129 টাকা। সুদের হার নির্ণয় করুন।
a) 14% b) 15% c) 12% d) 11%

➤ 21 October 2021
161) 32 টাকা কেজি দরের দার্জিলিং চা-এর সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে?
a) 3:5 b) 3:4 c) 2:3 d) 2:5

162) একটি টাকা সরল সুদের হারে 20 বছরে 4 গুণ হয়। সুদের হার নির্ণয় করুন।
a) 20% b) 15% c) 25% d) 12%

➤ 20 October 2021
159) এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মােট 5 ঘণ্টা সময় লাগে | আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে মােট 10 ঘণ্টা সময় লাগে।স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘণ্টায় কত কিমি ?
a) 25 b) 20 c) 15 d) 10

160) রবির দাদা তার থেকে 3 বছরের বড়। তার দিদির জন্মের সময় তার বাবার বয়স ছিল 28 বছর, এবং যখন তার জন্ম হয়েছিল তখন তার মায়ের বয়স ছিল 26 বছর। দাদার জন্মের সময় যদি তার দিদির বয়স ছিল 4 বছর, তবে রবির বাবা ও মায়ের বয়স কত ছিল যখন তার দাদা জন্মগ্রহণ করেছিল :
a) 32 বছর এবং 23 বছর b) 32 এবং 29 বছর c) 35 বছর এবং 29 বছর d) 35 বছর এবং 33 বছর

➤ 19 October 2021
157) কোনো দ্রব্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্য 240 টাকা। যদি লাভ 20% হয় তবে বিক্রয়মূল্য কত ?
a)1440 b) 1400 c) 1240 d) 1200

158) যদি 0.8 × A = 0.09 × B হয় তবে, A : B = ?
a) 9:80 b) 3:80 c) 80:9 d) 7:80

➤ 18 October 2021
155) 45 লিটারের একটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত আছে 2:1 । কত পরিমাণ জল মেশালে অনুপাত হবে 1:2 ।
a) 40 b) 45 c) 55 d) 38

156) দুটি সংখ্যা x এবং y হয় তৃতীয় সংখ্যার 20% এবং 50% বেশি। x , y এর কত শতাংশ ?
a) 70% b) 80% c) 45% d) 55%

➤ 17 October 2021
153) একজন ব্যক্তি মাসিক গড়ে 1694.70 টাকা বছরের প্রথম 7 মাস এবং মাসিক গড়ে 1810.50 টাকা পরের 5 মাস খরচ করেন। যদি সেই ব্যক্তি বছরে 3084.60 টাকা সঞ্চয় করেন তবে লোকটির মাসিক বেতন কত ?
a) 2400 b) 3000 c) 1000 d) 2000

154) কোন দ্রব্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত হয় 3:7 । যদি দ্রব্যটির বিক্রয়মূল্য 700 টাকা হয় তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল ?
a) 500 b) 400 c) 300 d) 800

➤ 16 October 2021
151) 18 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হলে, বর্তমানে তাদের বয়সের যোগফল কত ?
a) 72 বছর b) 112 বছর c) 108 বছর d) 100 বছর

152) সবচেয়ে বড় সংখ্যা কোনটি যা 76, 151, 226 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ?
a) 76 b) 75 c) 80 d) 25

➤ 8 October 2021
149) A এবং B একটি কাজ 9 দিনে এবং 18 দিনে করতে পরে। যেহুতু তারা অসুস্থ তাই তারা 90% এবং 72% কর্মক্ষম। তারা একসঙ্গে কাজটি কতদিনে শেষ করতে পারবে ?
a) 7⅐ দিনে b) 8 দিনে c) 10 দিনে d) 5 দিনে

150) কার্তিক 10 টি কমলালেবু 25 টাকায় ক্রয় করেন এবং 9 টি কমলালেবু 25 টাকায় বিক্রি করেন। কার্তিকের শতকরা লাভ কত হয় ?
a) 12% b) 11⅑% c) 13% d)14½%

➤ 7 October 2021
147) একজন ব্যক্তি 65 জন শিশুর মধ্যে 400টি আম ভাগ করে দিলো। যদি প্রত্যেক বালিকা 5টি করে এবং প্রত্যেক বালক 8 টি করে আম পায় তাহলে মোট বালিকার সংখ্যা কত হবে ?
a) 46 b) 40 c) 35 d) 30

148) একটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত হল 4:5 । মিশ্রণে 15 লিটার জল ঢেলে দিলে নতুন অনুপাত হয় 3:5 । মিশ্রণে স্পিরিটের পরিমাণ কত ?
a) 30 লিটার b) 34 লিটার c) 36 লিটার d) 40 লিটার

➤ 6 October 2021
145) একটি পাত্রে 50 লিটার দুধ আছে। 10 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে একই পরিমাণ জল দেওয়া হলো। তারপর আবার মিশ্রণ থেকে 10 লিটার তুলে নিয়ে একই পরিমাণ জল দেওয়া হল। এখন সেই পাত্রে দুধ ও জলের অনুপাত কত আছে ?
a) 9:16 b) 16:9 c) 5: 7 d) 9: 2

146) সবথেকে ছোট সংখ্যা কোনটি যেটাকে 15, 55, 90 দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না ?
a) 900 b) 850 c) 990 d) 1050

➤ 5 October 2021
143) কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি আরোও 8 জন লোক তাদের সঙ্গে যোগ দেয় তাহলে কাজটি 10 দিন কম সময়ে শেষ হয়। আগে সেখানে কতজন লোক ছিল ?
a) 50 জন b) 45 জন c) 40 জন d) 42 জন

144) 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের বর্তমান বয়সের যোগফল কত হবে ?
a) 60 বছর b) 50 বছর c) 40 বছর d) 42 বছর

➤ 4 October 2021
141) 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত ?
a) 40 বছর b) 37 বছর c) 36 বছর d) 34 বছর

142) একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 25 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটির অর্ধেক জলপূর্ণ অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিটের জন্য খোলা হল। তারপর সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হল। এখন দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জলশূন্য হবে ?
a) 35 মিনিট b) 30 মিনিট c) 25 মিনিট d) 15 মিনিট

➤ 3 October 2021
139) যদি একজন পুরুষ অথবা দুইজন মহিলা বা তিনজন বালক একটি কাজ 88 দিনে শেষ করে, তাহলে 1 জন পুরুষ, 1 জন মহিলা এবং 1 জন বালক একসঙ্গে সেই একই কাজটি কতদিনে শেষ করবে ?
a) 46 দিন b) 54 দিন c) 48 দিন d) 60 দিন

140) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 48, 64, 90 এবং 120 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 38, 54, 80 এবং 110 ভাগশেষ থাকবে ?
a) 2860 b) 2890 c) 2880 d) 2870

➤ 2 October 2021
137) গসাগু নির্ণয় করুন। 132, 204 এবং 228
a) 12 b) 18 c) 6 d) 21

138) একটি শহরের জনসংখ্যা হয় 1058400 , যদি বছরে জনসংখ্যা 5% হারে বাড়ে তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল ?
a) 949000 b) 930000 c) 960000 d) 950000

➤ 1 October 2021
135) এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি/ঘণ্টা বেগে গেল এবং 2 কিমি/ঘণ্টা বেগে ফিরে এল। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি ?
a) 6 b) 5 c) 5.5 d) 6.5

132) 136) 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195 । হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হল -
a) 9, 10 b) 5, 6 c) 11, 12 d) 7, 8

➤ 30 September 2021
133) একটি খাদ্যভান্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে ?
a) 45 দিন b) 60 দিন c) 72 দিন d) 96 দিন

134) একটি চৌবাচ্চার A ও B নল একত্রে 60 মিনিটে, B ও C নল একত্রে 40 মিনিটে এবং C ও A নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে। তবে শুধুমাত্র A নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে ?
a) 80 মিনিটে b) 40 মিনিটে c) 60 মিনিটে d) 50 মিনিটে

➤ 29 September 2021
131) 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত ?
a) 34 বছর b) 33 বছর c) 36 বছর d) 37 বছর

132) এক ব্যক্তি 12 কিমি/ঘণ্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে 6 মিনিট দেরি করে। কিন্ত 15 কিমি/ঘণ্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছোয়। বাড়ি থেকে গন্তব্য স্থল এর দূরত্ব কত কিমি ?
a) 6 b) 8 c) 10 d) 12

➤ 28 September 2021
129) একজন ব্যক্তি 40% লাভে একটি দ্রব্য বিক্রি করেন। যদি সে 40% কমে দ্রব্যটি ক্রয় করতেন এবং 5 টাকা কমে বিক্রি করতেন তাহলে তার 50% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল ?
a) 10 টাকা b) 15 টাকা c) 20 টাকা d) 30 টাকা

130) একটি টাকা 10 বছরে দ্বিগুণ হয়। বাৎসরিক সরল সুদের হার কত ছিল ?
a) 1% b) 5% c) 10% d) 20%

➤ 27 September 2021
127) 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যা গুলির সমষ্টি কত ?
a) 200 b) 220 c) 240 d) 280

128) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 66,110 এবং 165 বিভাজ্য ?
a) 11 b) 13 c) 14 d) 15

➤ 26 September 2021
125) একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ?
a) 10 মিনিটে b) 20 মিনিটে c) 15 মিনিটে d) 25 মিনিটে

126) A ও B এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5, যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয়, তাহলে A -র আয় কত ?
a) 2400 টাকা b) 2500 টাকা c) 2800 টাকা d) 3000 টাকা

➤ 25 September 2021
123) x, y এর 3 গুণ কর্মক্ষম। x ও y একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তবে x ও y আলাদা আলাদাভাবে কাজটি কতদিনে করবে ?
a) 4 দিন, 12 দিন b) 10 দিন, 5 দিন c) 14 দিন, 21 দিন d) 12 দিন, 12 দিন

124) দুটি সংখ্যার যোগফল 56 । একটি সংখ্যার 30% অপর সংখ্যার 40% এর সমান হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
a) 20 b) 24 c) 25 d) 27

➤ 24 September 2021
121) একটি ট্রেন একস্থান থেকে 45 কিলোমিটার গতিতে যায় এবং 36 কিলোমিটার গতিতে শুরুর স্থানে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ?
a) 40.5 কিমি b) 40 কিমি c) 37.8 কিমি d) 42 কিমি

122) A = B -এর 50% এবং B = C -এর 50% হলে, A:B:C = ?
a) 1:2:4 b) 1:4:2 c) 4:2:1 d) 2:1:4

➤ 23 September 2021
119) একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় -
a) 10 মিনিটে b) 12 মিনিটে c) 8 মিনিটে d) 9 মিনিটে

120) দুটি সংখ্যার অনুপাত 9 : 7 এবং গসাগু 19 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
a) 133 b) 140 c) 144 d) কোনোটিই নয়

➤ 22 September 2021
117) কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে।
a) 3 লিটার b) 2 লিটার c) 4 লিটার d) 4.5 লিটার

118) 724÷25×31.05+101 = ?
a) 900 b) 1000 c) 950 d) 1050

➤ 21 September 2021
115) দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8 । সংখ্যা দুটি কি কি ?
a) 16, 32 b) 4, 8 c) 4, 16 d) কোনোটিই নয়

116) নিম্নের কোন সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল 2 হবে ?
a) 60 b) 80 c) 109 d) 130

➤ 20 September 2021
113) দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13 ।
a) 7 b) 9 c) 10 d) 11

114) কোনো সংখ্যার 60%, 30 হলে সংখ্যাটি কত ?
a) 50 b) 25 c) 60 d) 75

➤ 19 September 2021
111) A -র 30% = B -র 0.25 = C এর 1/5 অংশ। তাহলে, A : B : C = ?
a) 10:12:15 b) 3:6:5 c) 3:5:6 d) কোনোটিই নয়

112) একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে। মোট কত ভোট পড়েছিল ?
a) 120 b) 150 c) 160 d) 180

➤ 18 September 2021
109) ঘণ্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত ?
a) 242 মিটার b) 230 মিটার c) 240 মিটার d) 245 মিটার

110) A একটি কাজ 5 দিনে, B 4 দিনে এবং C 6 দিনে করে। তারা একত্রে কাজটি কতদিনে করবে ?
a) 2 দিন b) 60/37 দিন c) 50/17 দিন d) 20 দিন

➤ 17 September 2021
107) 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি ?
a) 11টি b) 12টি c) 13টি d) 14টি

108) কোন সংখ্যাকে 3/10 দিয়ে গুণ করলে গুণফল মূল সংখ্যা থেকে 21 কম হয় ?
a) 26 b) 27 c) 29 d) 30

➤ 16 September 2021
105) একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘণ্টা এবং 12 ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় -
a) 5⅐ ঘণ্টায় b) 5 ঘণ্টা c) 4⅓ ঘণ্টা d) 7 ঘণ্টা

106) কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়া একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে। ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ -
a) একই থাকে b) বৃদ্ধি 1% c) হ্রাস 4% d) হ্রাস 2.25%

➤ 15 September 2021
103) দুটি সংখ্যার অনুপাত 17 : 31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13 : 20 ।
a) 4 b) 5 c) 6 d) 9a) 30 মিনিট b) 25 মিনিট c) 20 মিনিট d) 24 মিনিট

104) ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ঠ থাকে ?
a) 999624 b) 999630 c) 999598 d) 999590

➤ 14 September 2021
101) P ও Q দুটি নল T সময়ে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। P নলটির একা চৌবাচ্চাটি ভর্তি করতে T অপেক্ষা 25 মিনিট বেশি সময় লাগে। অপরদিকে Q নলটির একা চৌবাচ্চাটি ভর্তি করতে T অপেক্ষা 36 মিনিট বেশি সময় লাগে, তাহলে T এর মান নির্ণয় কর।
a) 30 মিনিট b) 25 মিনিট c) 20 মিনিট d) 24 মিনিট

102) A ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 25 সেকেন্ডে ও B ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 1 মিনিট 15 সেকেন্ডে অতিক্রম করে। A ট্রেনের দৈর্ঘ্য B ট্রেনের দৈর্ঘ্যের অর্ধেক হলে A ট্রেনের গতিবেগ ও B ট্রেনের গতিবেগের অনুপাত কত ?
a) 3:2 b) 3:4 c) 4:3 d) 1:2

➤ 13 September 2021
99) 21600 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে ?
a) 6 b) 10 c) 30 d) 60

100) একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য কত হবে ?
a) 80 মিটার b) 90 মিটার c) 200 মিটার d) 150 মিটার

➤ 12 September 2021
97) একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত ?
a) 160 b) 140 c) 260 d) 120

98) এক ব্যক্তি 10 টাকায় 12 টি দ্রব্য করে করে, 12 টাকায় 10 টি দ্রব্য বিক্রি করলে কত লাভ/ক্ষতি হয় ?
a) 40% ক্ষতি b) 40% লাভ c) 44% ক্ষতি d) 44% লাভ

➤ 11 September 2021
95) 3⅓ মিটার/সেকেন্ড = কত কিমি/ঘণ্টা ?
a) 8 কিমি/ঘণ্টা b) 9 কিমি/ঘণ্টা c) 10 কিমি/ঘণ্টা d) 12 কিমি/ঘণ্টা

96) একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের সংখ্যার অনুপাত 8:9:11, যদি ব্যাগে মোট 366 টাকা থাকে তাহলে 25 পয়সা কয়েনের সংখ্যা কত হবে ?
a) 264 টি b) 364 টি c) 241 টি d) 245 টি

➤ 10 September 2021
93) যদি A:B = 2:3, B:C = 4:5 এবং C:D = 3:7, মোট 2100 টাকা ভাগ করে নিলে A কত টাকা পাবে ?
a) 340 b) 140 c) 240 d) 420

94) এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজন করার সময়ও 25% কম দেয়। তবে ওই ব্যক্তির শতকরা লাভ কত হয় ?
a) 50% b) 60% c) 30% d) 58%

➤ 9 September 2021
91) 20 জন লোক 30 টি গাছ 4 ঘণ্টায় কাটতে পারে। যদি 4 জন লোক কাজ ছেড়ে চলে যায় তাহলে 12 ঘণ্টায় কতগুলি গাছ কাটতে পারবে ?
a) 72 b) 80 c) 68 d) 79

92) দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত আছে যথাক্রমে 2:5 এবং 7:3 । কোন অনুপাতে মিশ্রনদুটি একটি পাত্রে মেশালে দুধ এবং জলের অনুপাত হবে 2:3 ।
a) 22:7 b) 21: 5 c) 21:8 d) কোনোটিই নয়

➤ 8 September 2021
89) 45 জন লোক একটি পুকুর 18 দিনে খনন করতে পারেন। যদি পুকুরটি 15 দিনে খনন করতে হয় তাহলে মোট কতজন লোক নিয়োগ করতে হবে ?
a) 50 b) 54 c) 60 d) 72

90) একজন ব্যক্তির 15 বছর পরে যা বয়স হয়, তা 15 বছর আগের বয়সের 4 গুণ। ওই ব্যক্তির বর্তমান বয়স কত হবে ?
a) 10 বছর b) 15 বছর c) 20 বছর d) 25 বছর

➤ 7 September 2021
87) 198.995×12.005+16.25×6.95= ?
a) 2580 b) 2550 c) 2500 d) 1450

88)121% of 5103 = ?
a) 6000 b) 8000 c) 10000 d) 4000

➤ 6 September 2021
85) 683.46 - 227.39 - 341.85 = ?
a) 114.22 b) 141.22 c) 144.22 d) 112.22

86) রুমা প্রতিটি 1200 টাকা করে দুইটি ফ্যান কিনেছিলেন। সে একটি ফ্যান 5% ক্ষতিতে এবং অপর ফ্যানটি 10% লাভে বিক্রয় করেছিলেন। লাভ বা ক্ষতির শতকরা হার কত ?
a) 1.2% ক্ষতি b) 1.2% লাভ c) 2.5% লাভ d) 2.5% ক্ষতি

➤ 5 September 2021
83) x একটি কাজ 16 দিনে করতে পারে। যদি y , x এর থেকে 60% কর্মক্ষম হয়ে থাকে তাহলে ওই কাজটি y এর শেষ করতে কতদিন লাগবে ?
a) 10 দিন b) 12 দিন c) 25 দিন d) 30 দিন

84) একজন দুধ বিক্রেতা প্রতি লিটার দুধ 100 টাকায় বিক্রি করে। কত অনুপাতে জল মেশালে সেই দুধের মিশ্রণ তিনি প্রতি লিটার 80 টাকা করে বিক্রি করলে 50% লাভ করবেন ?
a) 7 : 8 b) 7 : 9 c) 9 : 7 d) 7 : 5

➤ 4 September 2021
81) বাৎসরিক 8½% সরল সুদের হারে 5800 টাকার 2 বছর 3 মাসের সুদ কত হবে ?
a) 1300 b) 1109 c) 1509 d) 1725

82) প্রথম সংখ্যার 48% হয় দ্বিতীয় সংখ্যার 60% এর সমান। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে ?
a) 4:7 b) 3:4 c) 5:4 d) নির্ণয় করা সম্ভব নয়

➤ 3 September 2021
79) 4000 টাকার বাৎসরিক x% সরল সুদের হারে 3 বছরে যা সুদ হয় তা 5000 টাকার বছরের 12% সরল সুদের হারে 2 বছরের সুদের সমান। X এর মান কত হবে ?
a) 6% b) 8% c) 9% d) 10%

80) লসাগু নির্নয় করুন: 0.25, 0.1, 0.125
a) 0.25 b) 0.005 c) 0.5 d) কোনোটিই নয়

➤ 2 September 2021
77) নিমাই একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করেন। তাকে 30% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে ?
a) 220 b) 230 c) 260 d) 280

78) √289 - √625 ÷ √25 = ?
a) 17 b) 15 c) 12 d) - 8/5

➤ 1 September 2021
75) একটি বানর একটি খুঁটিতে প্রথম 1 মিনিটে 12 মিটার উপরে ওঠে এবং পরের 1 মিনিটে 5 মিটার নিচে নামে। এইভাবে যদি চলতে থাকে তাহলে বানরটির 68 মিটার লম্বা খুঁটির মাথায় উঠতে কত মিনিট সময় লাগবে ?
a) 18 মিনিট b) 17 মিনিট c) 20 মিনিট d) 21 মিনিট

76) এক ব্যক্তি স্থির জলে ঘণ্টায় 12 কিলোমিটার নৌকা চালাতে পারেন। যদি স্রোতের গতিবেগ ঘণ্টায় 3 কিলোমিটার থাকে তবে তিনি 8 ঘণ্টায় একটি জায়গায় গিয়ে আবার সেখান থেকে শুরুর স্থানে নৌকা চালিয়ে ফিরে আসেন। তিনি কতদূর গিয়েছিলেন ?
a) 50 কিমি b) 34 কিমি c) 40 কিমি d) 45 কিমি

➤ 31 August 2021
73) P একা একটি কাজ 16 দিনে এবং Q একা সেই কাজটি 24 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 6 দিন আগে Q চলে যায় । তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে ?
a) 18 দিন b) 15 দিন c) 12 দিন d) 8 দিন

74) একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে। মোট কত ভোট পড়েছিল ?
a) 130 b) 150 c) 170 d) 180

➤ 30 August 2021
71) যদি 0.8 × A = 0.09 × B হয়, তবে A : B = ?
a) 9:80 b) 3: 80 c) 80: 9 d) 7:80

72) যখন A একা একটি কাজ করে তখন তার সময় লাগে (A+B) এর সময়ের থেকে 25 দিন বেশি আবার যখন B একা কাজটি করে তখন তার সময় (A+B) এর সময়ের থেকে 49 দিন বেশি লাগে। A এবং B একসঙ্গে কাজ করলে কাজটি কতদিনে শেষ হয় ?
a) 35 দিন b) 25 দিন c) 15 দিন d) 45 দিন

➤ 29 August 2021
69) দুটি সংখ্যার লসাগু 48। সংখ্যা দুটির অনুপাত 2 : 3। সংখ্যাদুটির যোগফল কত হবে ?
a) 28 b) 32 c) 40 d) 64

70) একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে 40% নাম্বার লাগে। একজন ছাত্র 200 নাম্বার পেয়েছে এবং 8 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষাটির সর্বোচ্চ নম্বর কত ছিল ?
a) 500 b) 520 c) 540 d) কোনোটিই নয়

➤ 28 August 2021
67) পীযূষ বছরে 7% সরল সুদের হারে 8750 টাকা ধার করেন। 3 বছরে মোট সরল সুদের পরিমাণ কত হবে ?
a) 1870 b) 1837.50 c) 1560 d) 2200

68) A একটি কাজের 1/2 অংশ 5 দিনে করতে পারেন এবং B 2/5 অংশ 10 দিনে করেন। তারা একসঙ্গে কাজ করলে কাজটি কতদিনে সম্পন্ন হবে ?
a) 7⅐ দিনে b) 8 দিনে c) 9 দিনে d) 6 দিনে

➤ 27 August 2021
65) মান নির্ণয় করুন। (10)200 ÷ (10)196
a) 10000 b) 1000 c) 100 d) 100000

66) 683.46 - 227.39 - 341.85 = ?
a) 114.22 b) 141.22 c) 144.22 d) 112.22

➤ 26 August 2021
63) ইন্দিরা এবং শিখার বর্তমান বয়সের অনুপাত হয় 3 : 8 এবং 8 বছর পরে ইন্দিরার বয়স হবে 20 বছর। 5 বছর আগে শিখার বয়স কত ছিল ?
a) 37 বছর b) 27 বছর c) 28 বছর d) 38 বছর

64) যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে ?
a) 9 দিন b) 12 দিন c) 13 দিন d) 10 দিন

➤ 25 August 2021
61) A একটি কাজ 12 দিনে করতে পারে যেখানে B কাজটি 8 দিনে শেষ করে। C এর সাহায্য নিয়ে তারা কাজটি একসাথে 4 দিনে শেষ করতে পারে। C এর একা কাজটি শেষ করতে কতদিন লাগবে ?
a) 25 দিন b) 34 দিন c) 14 দিন d) 24 দিন

62) A একটি ব্যবসা 9000 টাকা দিয়ে শুরু করে এবং B 6 মাস পরে 45000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেন। বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে ?
a) 1:5 b) 5:2 c) 2:5 d) 5:1

➤ 24 August 2021
59) দেব 350 নম্বর এবং বিদ্যা 76% নম্বর একই পরীক্ষার মধ্যে পেয়েছে। যদি বিদ্যা দেবের থেকে 296 নম্বর বেশি পেয়ে থাকে তাহলে সেই পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল ?
a) 650 b) 900 c) 850 d) 950

60) একজন ব্যাক্তি 250 টাকা করে একটি ক্যালকুলেটর বিক্রি করেন এবং 14% লাভ করেন। যদি ওই ব্যক্তি দিনে 7 টি করে ক্যালকুলেটর বিক্রি করেন তাহলে 19 দিনে তিনি কত টাকা লাভ করবেন ?
a) 4665 b) 4565 c) 4545 d) কোনোটিই নয়

➤ 23 August 2021
57) দুজন বন্ধু A এবং B অংশীদার 4 : 3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। A, 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 2 : 3 অনুপাতে লাভ হলে, B এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল ?
a) 11 মাস b) 12 মাস c) 8 মাস d) 3 মাস

58) একটি খালি চৌবাচ্চাকে তিনটি নল যথাক্রমে 10, 12, 15 মিনিটে পূর্ন করে। তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে, কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে ?
a) 8 মিনিট b) 4 মিনিট c) 6 মিনিট d) 2 মিনিট

➤ 22 August 2021
55) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের লসাগু 315 হলে, সংখ্যা দুটির গুণফল হল -
a) 2358 b) 2385 c) 2583 d) 2835

56) দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
a) 54 b) 27 c) 52 d) কোনোটিই নয়

➤ 21 August 2021
53) √2, ³√3, ⁴√5, ³√2 -কোনটি বৃহত্তম ?
a) ⁴√5 b) √2 c) ³√3 d) ³√2

54) 243 এর 5/12 এর 4/5 এর 2/3 = কত হবে ?
a) 60 b) 54 c) 45 d) 80

➤ 20 August 2021
51) প্রভাত 6% হারে 800 টাকা এবং মিঠুন 10% হারে সরল সুদে 600 টাকা নেন। কত বছর পরে তাদের উভয়ের ঋণের পরিমাণ সমান হবে ?
a) 15⅓ বছর b) 14½ বছর c) 18⅓ বছর d) 16⅔ বছর

52) একজন ফল বিক্রেতা 100 টি আম 500 টাকা দরে মোট 700 টি কেনেন। এবং অন্য এক ধরনের 100 টি আম 700 টাকা দরে মোট 500 টি কেনেন। তিনি প্রতি ডজন আম 84 টাকা দরে বিক্রি করলে,শতকরা লাভ কত হয়েছে -
a) 20% b) 40% c) 30% d) 10%

➤ 19 August 2021
49) 20 জন লোক প্রতিদিন 5 ঘণ্টা করে কাজ করে একটি কাজ 10 দিনে সম্পূর্ন করে। যদি 25 জন লোক প্রতিদিন 10 ঘণ্টা করে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে ?
a) 4 দিন b) 5 দিন c) 6 দিন d) 8 দিন

50) রাম 4000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 3 মাস পরে 16000 টাকা দিয়ে শ্যাম ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত নির্ণয় করুন ?
a) 1 : 3 b) 2 : 3 c) 1 : 9 d) 1 : 7

➤ 18 August 2021
47) একজন দোকানদার 20 টি কলম 1 টাকায় বিক্রি করে 30% লাভ করেন। 1 টাকায় দোকানদারটি কতগুলি কলম কিনেছিলেন ?
a) 40 b) 30 c) 35 d) 26

48) একটি টাকা বছরে 5% সরল সুদের হারে 6 গুণ হয়। সুদের হার কত হলে টাকাটি 12 গুণ হবে ?
a) 10% b) 12% c) 9% d) 11%

➤ 17 August 2021
45) বিজয় অমলের কাছ থেকে বছরে 5% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন।2 বছর পরে বিজয় 8800 টাকা ফেরৎ দিয়ে সম্পূর্ন টাকা পরিশোধ করেন। বিজয় অমলকে কত টাকা সুদ দিয়েছিলেন ?
a) 825 b) 975 c) 800 d) 850

46) A, B এবং C একসঙ্গে একটি ব্যবসা শুরু করেন। B ব্যবসার মূলধনের 1/6 অংশ বিনিয়োগ করেন, যেখানে A এবং C এর বিনিয়োগ সমান। যদি বছরের শেষে লভ্যাংশ 33600 টাকা হয়, তাহলে B এবং C এর লভ্যাংশের পার্থক্য কত হবে ?
a) 8400 b) 7200 c) 6000 d) 9600

➤ 16 August 2021
43) 1² + 2² + 3² + - - - - + n² = n/6(n+1) (2n+1) হলে, 10²+11²+12²+ - - - +20² = ?
a) 2616 b) 2585 c) 3747 d) 2555

44) 2610 টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে, A এর 0.5 = B এর 0.6 = C এর 0.75 হয়। C পাবে −
a) 1044 টাকা b) 1000 টাকা c) 870 টাকা d) 696 টাকা

➤ 15 August 2021
41) 4 জন পুরুষ বা 6 জন মহিলা বা 10 জন বালক 5 দিনে একটি কাজ করতে পারে। সেই কাজটি এক দম্পতি এবং তাদের 5 ছেলেকে দেওয়া হলে, তারা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে ?
a) 11/60 দিনে b) 5⁵/₁₁ দিনে c) 5⁶/₁₁ দিনে d) 11¹/₅ দিনে

42) তরুণ এবং বরুণের বর্তমান বয়সের অনুপাত 3:7 , 4 বছর পরে বরুণের বয়স হবে 39 বছর। 4 বছর আগে তরুণের বয়স কত ছিল ?
a) 12 বছর b) 13 বছর c) 19 বছর d) 18 বছর

➤ 14 August 2021
39) A, B এবং C 2 : 3 : 5 অনুপাতে বেতন পায়। যদি তাদের বেতন 15% , 10% এবং 20% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কি হবে ?
a) 230:330:610 b) 23:33:60 c) 60:33:23 d) 33:23:60

40) রঞ্জন একটি দ্রব্য 12% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি আরোও 18 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার 18% লাভ থাকতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
a) 200 b) 140 c) 300 d) 420

➤ 13 August 2021
37) A এবং B একটি ব্যবসায় 3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করেন। যদি মোট লাভের 5% কোন বৃদ্ধাশ্রমে দান করেন এবং A এর ভাগ 4275 টাকা হয়, তাহলে মোট লভ্যাংশ কত ?
a) 8000 b) 7700 c) 7500 d) 6500

38) 40 জন পুরুষ 200 মিটার লম্বা একটি দেওয়াল প্রতিদিন 8 ঘণ্টা করে কাজ করে 12 দিনে সম্পন্ন করে। প্রত্যেকদিন 6 ঘণ্টা করে কাজ করলে 30 জন পুরুষের একই দেওয়াল 300 মিটার লম্বা তৈরি করতে কতদিন লাগবে ?
a) 32 দিন b) 18 দিন c) 36 দিন d) 9 দিন

➤ 12 August 2021
35) রিতা হিন্দিতে পেয়েছে 76 নাম্বার, বিজ্ঞানে 48, অংকে 84 নাম্বার, দর্শনে পেয়েছে 38 এবং ইংরেজিতে 72 নাম্বার পেয়েছে। প্রত্যেকটি বিষয়ের সর্বচ্চ নাম্বার হলো 100 । সর্বমোট সে কত শতাংশ নম্বর পেয়েছে?
a) 63.8% b) 62.6% c) 63.6% d) 64.8%

36) কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে ?
a) 980 টাকা b) 1080 টাকা c) 1800 টাকা d) 1200 টাকা

➤ 11 August 2021
33) 5 বছর পরে হরিহরের বয়স রামুর বয়সের তিনগুণ হবে। কিন্তু 5 বছর আগে হরিহরের বয়স রামুর বয়সের 7 গুণ ছিল। বর্তমানে হরিহরের বয়স কত ?
a) 50 বছর b) 40 বছর c) 35 বছর d) কোনোটিই নয়

34) একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘণ্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিমি/ঘণ্টা হলে, স্থির জলে নৌকার বেগ কত ?
a) 10 কিমি/ঘণ্টা b) 20 কিমি/ঘণ্টা c) 12 কিমি/ঘণ্টা d) 15 কিমি/ঘণ্টা

➤ 10 August 2021
31) একজন দোকানদার তার একটি দ্রব্যের জন্য ক্রেতার থেকে ক্রয়মূল্যের থেকে 18% বেশি দাম ধার্য করেন। যদি একজন ক্রেতা দ্রব্যটি 10207 টাকা দিয়ে কেনেন, তাহলে দোকানদার দ্রব্যটি কত টাকা দিয়ে কেনেন ?
a) 9240 টাকা b) 8650 টাকা c) 9840 টাকা d) 7670 টাকা

32) একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ একটি কাজ করতে পারে 80 দিনে। যদি 10 জন লোক কম থাকত, তাহলে কাজটি শেষ করতে আরোও 20 দিন বেশি সময় লাগতো। শুরুতে কতজন লোক কাজ করেছিল ?
a) 45 b) 50 c) 40 d) 60

➤ 9 August 2021
29) একজন ব্যাক্তি 165 টি আম 45 জন শিশুর মধ্যে ভাগ করে দিলেন। যদি প্রত্যেক বালিকা 3 টি করে আম পায় এবং প্রত্যেক বালক 4 টি করে আম পেয়ে থাকে তাহলে মোট বালকের সংখ্যা কত ?
a) 20 b) 30 c) 40 d) 50

30) একজন শ্রমিকের বেতন 12½% বেড়েছে এবং কিছুদিন পরে আবার 20% বেড়েছে। তাহলে ওই ব্যক্তির বেতনের কিরকম পরিবর্তন হলো −
a) 30% বৃদ্ধি পেয়েছে b) 35% কমেছে c) 35% বৃদ্ধি পেয়েছে d) 25% বৃদ্ধি হয়েছে

➤ 8 August 2021
27) একটি বাক্সে 100 টি নীল বল, 50 টি লাল বল এবং 50 টি কালো বল আছে। 25% নীল বল এবং 50% লাল বল তুলে নেওয়া হলে, বর্তমানে বাক্সে শতকরা লাল বল থাকবে−
a) 25% b) 33⅓% c) 40% d) 50

28) 5 ভাইয়ের গড় বয়স 20 বছর। যদি ছোট ভাইয়ের বয়স 4 বছর হয়, তাহলে ছোট ভাইয়ের জন্মের সময় বাকি চার ভাইয়ের বয়সের গড় কত ছিল ?
a) 25 বছর b) 15 বছর c) 18 বছর d) 20 বছর

➤ 7 August 2021
25) রাম 4000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে এবং শ্যাম 3 মাস পরে 16000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের লাভের অনুপাত কত হবে ?
a) 1 : 3 b) 2 : 3 c) 1 : 9 d) 1 : 7

26) A একা একটি কাজ 15 দিনে করতে পারে এবং B একা ওই কাজটি 10 দিনে করে। A কাজটি শুরু করার 5 দিন পরে B কাজে যুক্ত হয়। কাজটি মোট কত দিনে শেষ হবে ?
a) 4 b) 8 c) 5 d) 9

➤ 6 August 2021
23) A, B এবং C তিনটি পাইপ একটি ট্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে। A এবং B একসঙ্গে ট্যাংকটিকে পূর্ন করে 6 ঘণ্টায়, B এবং C একসঙ্গে পূর্ন করে 10 ঘণ্টায় এবং A এবং C একসঙ্গে ট্যাংকটিকে পূর্ন করে 12 ঘণ্টায়। A, B এবং C তিনটি পাইপ একসঙ্গে কত সময়ের মধ্যে ট্যাংকটিকে পূর্ন করবে ?
a) 9 ঘণ্টা b) 5³/₇ ঘণ্টা c) 5²/₇ ঘণ্টা d) 5⁵/₇ ঘণ্টা

24) একটি পরীক্ষায় 49% ছাত্র ইংরেজিতে ফেল করেছে, 36% ছাত্র বাংলায় ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে 15% । যদি মোট 450 জন ছাত্র পাস করে থাকে তাহলে পরীক্ষায় কতজন ছাত্র বসেছিল ?
a) 1800 b) 2000 c) 1100 d) 1500

➤ 5 August 2021
21) কিছু টাকা বছরে 4% সরল সুদের হারে 3 বছরে 2240 টাকা হয়। ওই একই টাকার ওপর বছরে 3.5% হারে 6 মাসে সরল সুদ কত হবে ?
a) 30 b) 50 c) 35 d) 150

22) একজন ঠিকাদার 124 দিনের মধ্যে একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য 120 জনকে নিযুক্ত করেছিলেন। 64 দিন পরে তিনি দেখতে পান যে তাহারা ইতিমধ্যে 2/3 কাজ সম্পন্ন করেছেন। এখন কতজনকে বাতিল করা যেতে পারে, যাতে কাজটি ঠিক সময়মতো শেষ হয় ?
a) 40 b) 50 c) 48 d) 56

➤ 4 August 2021
19) রক্তিম 3600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করেন। যদি সে 3150 টাকায় দ্রব্যটি বিক্রি করতো, তাহলে তার লাভ কত হতো :
a) 4% b) 5 % c) 6% d) 10%

20) a, b এবং c এর গড় হলো 11, c, d, e এর 17, e এবং f এর গড় 22 এবং e এবং c এর গড় হয় 17 । বের করুন a, b, c, d, e এবং f এর গড় কত হবে ?
a) 15⅔ b) 18½ c) 21⅓ d) 16½

➤ 3 August 2021
17)নিরঞ্জন অজয়কে 2 বছরের জন্য 400 টাকা এবং 4 বছরের জন্য মনোজকে 100 টাকা ধার দিয়েছেলেন। সুদ হিসাবে উভয়ের থেকে মোট 60 টাকা পেলে, সরল সুদের হার কতো ?
a) 5% b) 6% c) 8% d) 9%

18) 4 টি ছাগল অথবা 6 টি ভেড়া 50 দিনে একটি মাঠের ঘাস খেতে পারে। 2 টি ছাগল এবং 9 টি ভেড়া কতদিনে ওই মাঠের ঘাস খেয়ে শেষ করতে পারবে ?
a) 100 দিন b) 75 দিন c) 50 দিন d) 25 দিন

➤ 2 August 2021
15) দুই অঙ্কবিশিষ্ঠ একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ। সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত ?
a) 5 b) 10 c) 9 d) 12

16) একটি স্কুলে ছেলেদের 10% মেয়েদের 1/4 অংশের সমান। স্কুলের ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত কতো ?
a) 3 : 2 b) 5 : 2 c) 2 : 1 d) 4 : 3

➤ 1 August 2021
13) তিন বছর আগে একটি পরিবারের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর।বর্তমানে পরিবারের 6 জনের গড় বয়সও 27 বছর। তাহলে নতুন জনের বয়স কতো ?
a) 16 বছর b) 12 বছর c) 24 বছর d) 20 বছর

14) চালের দাম 20% কমে যাওয়ায় 770 টাকায় আগের থেকে 3.5 কিগ্রা চাল বেশি কেনা যায়। আগে প্রতি কেজি চালের দাম কত ছিল ?
a) 55 টাকা b) 45 টাকা c) 60 টাকা d) 32 টাকা

➤ 31 July 2021
11) একটি প্যাকেটে 10,000 টাকা রয়েছে। যেখানে 100 টাকা এবং 50 টাকার নোট মিলিয়ে 125 টি নোট থেকে থাকলে, সেখানে 50 টাকা কতগুলি আছে ?
a) 60 টি b) 50 টি c) 40 টি d) 30 টি

12) একটি দ্রব্যের দাম 16⅔% বৃদ্ধি পেয়েছে। যদি কোনো পরিবার খরচ না বাড়াতে চায় তাহলে তাকে কত শতাংশ ব্যবহার কমিয়ে আনতে হবে ?
a) 13% b) 14⅔% c) 14²/₇% d) 15²/₇%

➤ 30 July 2021
9) রহিম এবং শ্যামের বয়সের যোগফল 56 বছর। 4 বছর আগে রহিমের বয়স শ্যামের বয়সের 3 গুণ ছিল। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?
a) 15 : 8 b) 16 : 7 c) 15 : 7 d) 14 : 3

10) একটি চিড়িয়াখানায় খরগোশ এবং পায়রা রাখা আছে। যদি তাদের মাথার সংখ্যা হয় 180 এবং পায়ের সংখ্যা হয় 448, তাহলে সেখানে পায়রা কতগুলি আছে ?
a) 140 b) 136 c) 120 d) 135

➤ 29 July 2021
7) A এবং B এর বয়সের অনুপাত 3 : 1, তাদের বয়সের গুণফল হল 300 বছর। 20 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?
a) 5 : 4 b) 5 : 2 c) 5 : 3 d) কোনোটিই নয়

8) এক পরীক্ষায় এক ছাত্র প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে পায় এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/3 করে নাম্বার কেটে যায়। যদি সে 75 টি মোট প্রশ্নে 59 নম্বর পেয়ে থাকে তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল।
a) 70 b) 50 c) 61 d) 63

➤ 28 July 2021
5) সবথেকে ছোট চার সংখ্যার নাম্বার যেটা 10, 12, 15 দ্বারা বিভাজ্য ?
a) 1080 b) 1020 c) 1200 d) 1820

6) A এর মাসিক আয় B এর তুলনায় 15% বেশি। এবং B এর মাসিক আয় C এর থেকে 10% কম। যদি A এবং C এর আয়ের পার্থক্য 350 টাকা হয়, তাহলে B এর আয় কতো ?
a) 6000 b) 12000 c) 9000 d) 10000

➤ 27 July 2021
3) চারটি মোবাইলে একসঙ্গে অ্যালার্ম বাজার পর যথাক্রমে 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে লাগলো। 1.54 ঘণ্টায় তারা কতবার একসঙ্গে বাজবে ?
a) 10 বার b) 12 বার c) 13 বার d) 14 বার

4) রাম ও শ্যাম দৌড় শুরু করলো। রাম যখন 6 টি পদক্ষেপ ফেলে শ্যাম তখন 5 টি পদক্ষেপ ফেলে। কিন্তু রামের 3 টি পদক্ষেপ শ্যামের 4 টি পদক্ষেপের সমান। রাম ও শ্যামের গতিবেগের অনুপাত কত ?
a) 24:15 b) 14:12 c) 23:21 d) কোনোটিই নয়

➤ 26 July 2021
1) কোনও একটি সংখ্যার 42% এবং 28% এর পার্থক্য 210 হলে, সেই সংখ্যাটির 59% কত ?
a) 900 b) 420 c) 885 d) 900

2) দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে, অনুপাত হয় 5:6 । সংখ্যা দুটি কত ?
a) 6, 8 b) 12, 16 c) 18, 24 d) 24, 32

24 comments:

  1. 3 BBBBBBBBBBB
    4 AAAAAAAAAAA

    ReplyDelete

Don't Leave any spam link.