Breaking

Sep 18, 2021

One Liner General Knowledge Questions Answers in Bengali

One Liner General Knowledge Questions Answers in Bengali
One Liner General Knowledge Questions Answers in Bengali
প্রশ্ন: (1) রঘুবংশম্ কার লেখা ?
উত্তর: কালিদাস।
প্রশ্ন: (2) সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: (3) পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন: (4) মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলা হয় ?
উত্তর: ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড -এর জলীয় দ্রবণ।
প্রশ্ন: (5) সর্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলে ?
উত্তর: রক্তের গ্রুপ 'O' ।
প্রশ্ন: (6) এলাহাবাদ দূর্গ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: আকবর।
প্রশ্ন: (7) ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: (8) ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার জয়ী কে ?
উত্তর: অরুন্ধতী রায়।
প্রশ্ন: (9) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি ?
উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
প্রশ্ন: (10) পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: বাঁশি।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.