Breaking

Dec 29, 2020

List Of Rivers in West Bengal in Bengali|পশ্চিমবঙ্গের নদনদীসমূহের উৎস,উপনদী, দৈর্ঘ্য, পতনস্থল, উল্লেখযোগ্য শহর

List Of Rivers in West Bengal in Bengali|পশ্চিমবঙ্গের নদনদীসমূহের উৎস,উপনদী, দৈর্ঘ্য, পতনস্থল, উল্লেখযোগ্য শহর
List Of Rivers in West Bengal in Bengali|
List Of Rivers in West Bengal in Bengali|

পশ্চিমবঙ্গের নদনদী List of Rivers in West Bengal
নদী উৎসস্থল দৈর্ঘ্য উপনদী পতনস্থল উল্লেখযোগ্য শহর
রায়ডাক তিব্বতের চোমো লহরী পর্বত দীপা সংকোশ 370 কিমি তুফানগঞ্জ
তোর্সা চুম্বি উপত্যকা, ভুটান বেলা, মালেঙ্গী বাংলাদেশের যমুনা নদী 358 কিমি কোচবিহার
তিস্তা সিকিমের জেমু হিমবাহ কালিঝোরা, করলা বাংলাদেশের যমুনা নদী 315 কিমি জলপাইগুড়ি
জলঢাকা ভুটানের বিদাংহ্রদ (সিকিম ভুটান সীমান্ত) গিধারি, ধরলা, ডায়না বাংলাদেশের যমুনা নদী 186 কিমি ধুপগুড়ি
মহানন্দা মহালধিরাম পর্বতের পাগলাঝোরা জলপ্রপাত মেচি, বালাসন, পুনর্ভবা, ডাউক পদ্মানদী 360 কিমি শিলিগুড়ি, ইংরেজবাজার
গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয় বঙ্গোপসাগর 2525 কিমি (পশ্চিমবঙ্গে প্রায় 520 কিমি) --
ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় পুশকানি কাটোয়ার কাছে ভাগীরথী নদীতে 250 কিমি সাঁইথিয়া, সিউড়ি
বক্রেশ্বর সাঁওতাল পরগনার রাজনগরের নিকটে চন্দ্রভাগা কোপাই নদী 86.385 কিমি লাভপুর
দামোদর ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে বরাকর, কোনার, বোকারো উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলিতে 592 কিমি আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর
রূপনারায়ণ ঘাটালের নিকট শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহ মুন্ডেশ্বরী গেঁয়োখালির নিকট হুগলি নদীতে 80 কিমি তমলুক, ঘাটাল, কোলাঘাট
কংসাবতী অযোধ্যা পাহাড় কুমারী, বান্দু, পাটলো কেশপুরের নিকট কেলেঘাই নদীতে 465 কিমি মেদিনীপুর, পুরুলিয়া
সুবর্ণরেখা ঝাড়খণ্ডের পালামৌ জেলা খরকাই, শঙ্খ, রুপাই বঙ্গোপসাগর 474 কিমি --
ইছামতি গঙ্গার শাখানদী -- বঙ্গোপসাগর 55 কিমি বনগাঁ, বসিরহাট, টাকী
ভাগীরথী - হুগলি মুর্শিদাবাদের ধূলিয়ান হতে, গঙ্গার শাখানদী অজয়, দামোদর, ময়ূরাক্ষী, হলদি বঙ্গোপসাগর -- নবদ্বীপ, বহরমপুর, শান্তিপুর, পলাশি, কলকাতা, হাওড়া, নৈহাটি
অজয় ঝাড়খণ্ডের দুমকা কুনুর, হিংলা, তুমুনি কাটোয়ার নিকট ভাগীরথীতে 288 কিমি কেঁদুলী, ইলামবাজার, কাটোয়া
কোপাই বীরভূমের পশ্চিম সীমান্তের কালী পাথর ও সুখাদ্রিপুর গ্রামের নিকট -- লাভপুরের নিকট বক্রেশ্বর নদীতে -- বোলপুর, কঙ্গালীতলা
সংকোশ ভুটানের পুনাখা পর্বতশ্রেণী থেকে রায়ডাক, কালজানি ব্রহ্মপুত্রনদ 320 কিমি --
কালজানি ভুটান পাহাড় গদাধর, নেনাই সংকোশ -- আলিপুরদুয়ার
জলঙ্গী গঙ্গার শাখানদী -- নবদ্বীপের নিকট ভাগীরথিতে 250 কিমি কৃষ্ণনগর
হলদি কেশপুরের নিকট কংসাবতী ও কেলেঘাই -র মিলিত প্রবাহ -- ভাগীরথী-হুগলি 24 কিমি হলদিয়া
কেলেঘাই ঝাড়গ্রামের নিকট কলসিভাঙা গ্রাম চন্ডিয়া, কপালেশ্বরী কেশপুরের নিকট কংসাবতী নদীতে 121 কিমি --
SOURCE: www.jibonerasha.in


File Details:
Image Name: List of Rivers in West Bengal
Language: Bengali
Download Link: Click Here To Download

No comments:

Post a Comment

Don't Leave any spam link.