Breaking

Mar 7, 2024

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 90

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 90


প্রশ্ন: (1) হাওয়ামহল কে নির্মাণ করেন ?
উত্তর: মহারাজা প্রতাপ সিংহ ।
প্রশ্ন: (2) কে 1690 খ্রি. সুতানুটিতে ইংরেজদের একটি বানিজ্যকুঠি নির্মাণ করেন ?
উত্তর: জব চার্নক।
প্রশ্ন: (3) বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু কাকে বলা হয় ?
উত্তর: অরবিন্দ ঘোষ ।
প্রশ্ন: (4) ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: 1950 সালের 25 জানুয়ারি ।
প্রশ্ন: (5) জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় আলোচিত হয়েছে ?
উত্তর: 21 নং ধারায় ।
প্রশ্ন: (6) আর্থিক জরুরি অবস্থা জারি ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে ?
উত্তর: 360 নং ধারায় ।
প্রশ্ন: (7) লাক্ষাদ্বীপের সরকারি ভাষা কি ?
উত্তর: মালায়ালাম ।
প্রশ্ন: (8) ভারতের প্রথম ভাষা কমিশনের সদস্যসংখ্যা কতজন ছিল ?
উত্তর: 22 জন ।
প্রশ্ন: (9) গরিবি হঠাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল ?
উত্তর: পঞ্চম পরিকল্পনা ।
প্রশ্ন: (10) সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: মহানদী ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.