প্রিয় বন্ধুরা, 'আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তরের নামের তালিকা পিডিএফ দেওয়া হলো, নিচের থেকে ভালো করে দেখে নাও। অফলাইনে পড়ার জন্য সাথে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর
| সংস্থার নাম | সদর দপ্তর |
|---|---|
| ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন (UNO) | নিউইয়র্ক |
| ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস এমারজেন্সি ফান্ড (UNICEF) | নিউইয়র্ক |
| ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO) | প্যারিস |
| ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (UNFPA) | নিউইয়র্ক |
| ইউনাইটেড নেশনস ইনভারমেন্ট প্রোগ্রাম (UNEP) | নাইরোবি, (কেনিয়া) |
| ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) | ওয়াশিংটন ডিসি |
| ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (IFAD) | রোম |
| ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস (UNFPA) | নিউইয়র্ক |
| ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA) | ভিয়েনা |
| ইউনাইটেড নেশনস হাই-কমিশনার ফর রিফিউজিস (UNHCR) | জেনেভা |
| ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (UNIDO) | জেনেভা |
| ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) | রোম |
| ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক (IBRD) | ওয়াশিংটন ডিসি |
| ওয়ার্ল্ড মেটিওরজিক্যাল অর্গানাইজেশন (WMO) | জেনেভা |
| ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) | জেনেভা |
| ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (UNDP) | নিউইয়র্ক |
| এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) | বেজিং |
| ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) | দ্য হেগ (নেদারল্যান্ডস) |
| অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশনস (ASEAN) | জাকার্তা |
| ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTER-POL) | প্যারিস |
| ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) | জেনেভা |
| ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার (W.W.F) | গ্ল্যান্ড (সুইজারল্যান্ড) |
| ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) | লোজান (সুইজারল্যান্ড) |
| এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) | সিঙ্গাপুর |
| এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) | ম্যানিলা |
| নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) | ব্রাসেলস |
| অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (OPEC) | ভিয়েনা |
| সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (SAARC) | কাঠমান্ডু |
| অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (AI) | লন্ডন |
| ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) | জেনেভা |
| নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (BRICS দ্বারা গঠিত) | সাংহাই, চীন |
নিচের থেকে পিডিএফ ডাউনলোড করুন
File Details :-
File Name :- আন্তর্জাতিক সংগঠন এবং তাদের সদর দপ্তর
File Language :- Bengali
File Size :- 103 KB
No. of Pages :- 02

No comments:
Post a Comment
Don't Leave any spam link.