![]() |
| ভারত ও বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পী ও তাদের চিঁত্রকলা পিডিএফ ডাউনলোড |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারত ও বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পী ও তাদের চিঁত্রকলা -এর পিডিএফ দেওয়া হলো, সবাই পিডিএফ টি সংগ্রহ করে পড়ে নিও। কারন, এগুলো থেকে অনেক সময়ই চাকরির পরীক্ষা গুলিতে প্রশ্ন চলে আসে: ধরো পরীক্ষায় এলো: বিখ্যাত ছবি 'দ্য লাস্ট সাপার' কে এঁকেছেন ? অথবা, গুয়ের্নিকা ছবির চিত্রকর কে ?
চিত্রশিল্পী এবং তাঁদের চিত্রকলা
| চিত্রশিল্পীর নাম | সৃষ্ট চিত্রকলা |
|---|---|
| যামিনী রায় (ভারত) | রাধা ও কৃষ্ণ, গ্রামের কৃষক |
| রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত) | আবু হোসেন, শেষ নিঃশ্বাস |
| অবনীন্দ্রনাথ ঠাকুর (ভারত) | নির্বাসিত যক্ষ, কৃষ্ণলীলা |
| গগনেন্দ্রনাথ ঠাকুর (ভারত) | হানাবাড়ী, যমপুরী |
| নন্দলাল বসু (ভারত) | রামায়ণ, জতুগৃহ |
| রবি বর্মা (ভারত) | দুর্বাসার অভিশাপ, হরধনুভঙ্গ |
| রামকিঙ্কর বেইজ (ভারত) | কলের বাঁশি, সাঁওতাল পরিবার |
| যামিনী প্রসাদ গাঙ্গুলী (ভারত) | বুদ্ধের গৃহত্যাগ, বিরহী |
| হেমেন গাঙ্গুলী (ভারত) | সিক্ত বসনা নারী |
| জয়নুল আবেদিন (ভারত) | দুর্ভিক্ষের চিত্র |
| অমৃতা সেরগিল (ভারত) | বাথিং ইন গ্রিন পুল, হিলসাইট |
| বিকাশ ভট্টাচার্য (ভারত) | ইন্টারভিউ, হোমেজ |
| পাবলো পিকাসো (স্পেন) | গোয়ের্নিকা |
| লিওনার্দো দা ভিঞ্চি (ইতালি) | মোনালিসা, দ্য লাস্ট সাপার |
| মাইকেল এঞ্জেলো (ইতালি) | পিয়েটা, ডেভিড |
| ভিনসেন্ট ভ্যান গখ (নেদারল্যান্ডস) | সানফ্লাওয়ারস |
| র্যাফায়েল স্যানজিয়ো (ইতালি) | ট্রান্সফিগারেশন |
| ক্লাইট অস্কার মনেট (ফ্রান্স) | সানরাইজ |
| আর এইচ ভ্যান রিজিন (নেদারল্যান্ডস) | দ্য নাইট ওয়াচ |
বিস্তারিত ও সম্পূর্ন তালিকা পিডিএফ -এ দেওয়া রয়েছে:
File Details:
PDF Name : ভারত ও বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের চিত্রকলা
Language : Bengali
Size : 400 kb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment
Don't Leave any spam link.