01. Power Point -কি ধরনের সফটওয়্যার ?
Ⓐ ওয়ার্ড প্রসেসিং
Ⓑ প্রোগ্রামিং
Ⓒ স্প্রেডশিট
Ⓓ প্রেজেন্টেশন
02. চেকমেট কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ বাস্কেটবল
Ⓑ দাবা
Ⓒ সাঁতার
Ⓓ টেনিস
03. নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রীনহাউস গ্যাস নয় ?
Ⓐ মিথেন
Ⓑ নাইট্রাস অক্সাইড
Ⓒ কার্বন মনোক্সাইড
Ⓓ ক্লোরোফ্লুরো কার্বন
04. বিশ্ব জলদিবস কবে পালিত হয় ?
Ⓐ 19 মার্চ
Ⓑ 19 এপ্রিল
Ⓒ 22 এপ্রিল
Ⓓ 22 মার্চ
05. চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
Ⓐ মেধা পাটেকর
Ⓑ সুন্দরলাল বহুগুনা
Ⓒ বাবা আমতে
Ⓓ স্বামী সুন্দরানন্দ
06. এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ⓐ পোলো
Ⓑ ভলিবল
Ⓒ নেটবল
Ⓓ তীরন্দাজি
07. ইপিকাক গাছের মূল থেকে নিম্নের কোন উপক্ষারটি পাওয়া যায় ?
Ⓐ নিকোটিন
Ⓑ মরফিন
Ⓒ এমিটিন
Ⓓ অ্যাট্রোপিন
08. কেঁচোর রেচন অঙ্গ কোনটি ?
Ⓐ সবুজগ্রন্থি
Ⓑ কিডনি
Ⓒ নেফ্রিডিয়া
Ⓓ ফ্লেম কোশ
09. কোনটি নোবেল গ্যাস ?
Ⓐ রেডন
Ⓑ হাইড্রোজেন
Ⓒ অক্সিজেন
Ⓓ নাইট্রোজেন
10. Au -কার সংকেত ?
Ⓐ নিকেল
Ⓑ রুপো
Ⓒ সোনা
Ⓓ তামা
11. রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন ?
Ⓐ রাজ্যপাল
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি
Ⓓ মুখ্যমন্ত্রী
12. শিক্ষা কোন তালিকাভুক্ত ?
Ⓐ কেন্দ্র তালিকা
Ⓑ রাজ্য তালিকা
Ⓒ যৌথ তালিকা
Ⓓ কোনোটিই নয়
13. ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ ব্রিটেন
Ⓑ দক্ষিণ আফ্রিকা
Ⓒ জাপান
Ⓓ কানাডা
14. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
Ⓐ ফ্রান্স
Ⓑ ইতালি
Ⓒ সুইডেন
Ⓓ আমেরিকা
15. পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?
Ⓐ কেরল
Ⓑ তামিলনাড়ু
Ⓒ কর্ণাটক
Ⓓ মহারাষ্ট্র
16. লাল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত ?
Ⓐ ধান
Ⓑ মাংস
Ⓒ আলু
Ⓓ পেঁয়াজ
17. Rubber Research Institute of India কোথায় অবস্থিত ?
Ⓐ মহীশূর
Ⓑ রাজমুন্দ্রি
Ⓒ কটক
Ⓓ কোট্টায়াম
18. করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ অসম
19. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতারতরঙ্গ প্রতিফলিত হয় ?
Ⓐ ট্রপোস্ফিয়ার
Ⓑ মেসোস্ফিয়ার
Ⓒ শান্তমন্ডল
Ⓓ আয়নোস্ফিয়ার
20. বুদ্ধচরিত কার রচনা ?
Ⓐ অশ্বঘোষ
Ⓑ কালিদাস
Ⓒ ভারবি
Ⓓ গৌতম বুদ্ধ
21. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?
Ⓐ 1192 খ্রিস্টাব্দে
Ⓑ 1190 খ্রিস্টাব্দে
Ⓒ 1191 খ্রিস্টাব্দে
Ⓓ 1194 খ্রিস্টাব্দে
22. কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন ?
Ⓐ ইলতুৎমিস
Ⓑ আলাউদ্দিন খলজি
Ⓒ গিয়াসউদ্দিন
Ⓓ কুতুবউদ্দিন আইবক
23. কে গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন ?
Ⓐ সরোজিনী নাইডু
Ⓑ ইন্দিরা গান্ধী
Ⓒ প্রীতিলতা ওয়াদ্দেদার
Ⓓ মাতঙ্গিনী হাজরা
24. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ⓐ কৃষ্ণকুমার মিত্র
Ⓑ বাল গঙ্গাধর তিলক
Ⓒ স্বামী বিবেকানন্দ
Ⓓ অ্যানি বেসান্ত
25. শকারি উপাধি কার ছিল ?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ হর্ষবর্ধন
Ⓓ অজাতশত্রু
26 . নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
Ⓐ সেতার
Ⓑ বেহালা
Ⓒ সরোদ
Ⓓ সানাই
27. My Early Life -কার আত্মজীবনী ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ উইনস্টন চার্চিল
Ⓒ বিল ক্লিনটন
Ⓓ ডেভিড বেকহ্যাম
28. ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?
Ⓐ পিসিকালচার
Ⓑ পোমোলজি
Ⓒ ফিলোলজি
Ⓓ পেলিনোলজি
29. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ⓐ লর্ড মাউন্টব্যাটেন
Ⓑ চক্রবর্তী রাজা গোপালাচারী
Ⓒ লর্ড ক্যানিং
Ⓓ জওহরলাল নেহরু
30. "Cooperation in any Shape or form with this Satanic Government is sinful" -বিবৃতিটি কার ?
Ⓐ সুভাষচন্দ্র বসু
Ⓑ অরবিন্দ ঘোষ
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ দাদাভাই নওরজি
31. ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয় ?
Ⓐ 1940 খ্রিস্টাব্দে
Ⓑ 1939 খ্রিস্টাব্দে
Ⓒ 1930 খ্রিস্টাব্দে
Ⓓ 1945 খ্রিস্টাব্দে
32. পুনা চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
Ⓐ গান্ধীজী এবং আলী জিন্নাহ
Ⓑ গান্ধীজী এবং সুভাষচন্দ্র বসু
Ⓒ সুভাষচন্দ্র বসু এবং আম্বেদকর
Ⓓ গান্ধীজি এবং আম্বেদকর
33. মৌলিক রং কোনগুলি ?
Ⓐ নীল, সবুজ, সাদা
Ⓑ লাল, সবুজ, নীল
Ⓒ নীল, লাল, হলুদ
Ⓓ কোনোটিই নয়
34. নাগাল্যান্ডের সরকারি ভাষা কি ?
Ⓐ মিজো
Ⓑ ওড়িয়া
Ⓒ ইংরেজি
Ⓓ হিন্দি
35. মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম ?
Ⓐ ইরাক
Ⓑ ইরান
Ⓒ আয়ারল্যান্ড
Ⓓ পাকিস্তান
36. কোন কেন্দ্রীয় মন্ত্রক পুনরুদ্ধার করা জমিতে ইকোপার্ক তৈরি করেছে এবং খনি পর্যটনকে উন্নত করেছে ?
Ⓐ বিদ্যুৎ মন্ত্রণালয়
Ⓑ খনি মন্ত্রণালয়
Ⓒ কয়লা মন্ত্রণালয়
Ⓓ ইস্পাত মন্ত্রণালয়
37. ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রথম মহিলা হিসেবে Gallantry Award কে পেলেন ?
Ⓐ দীপ্তি মিশ্র
Ⓑ দীপিকা মিত্র
Ⓒ স্বপ্না পাল
Ⓓ এদের কেউই নন
38. সম্প্রতি কোন ব্যক্তি 'অর্ডার অফ অস্ট্রেলিয়া' সম্মানে সম্মানিত হয়েছেন ?
Ⓐ মুকেশ আম্বানি
Ⓑ শচীন টেন্ডুলকর
Ⓒ রতন টাটা
Ⓓ সজ্জন জিন্দাল
39. কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে ?
Ⓐ কর্ণাটক
Ⓑ কেরালা
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ পশ্চিমবঙ্গ
40. ফিফার (FIFA) বিচারে এ বছরের সেরা ফুটবলার হলেন -
Ⓐ ক্রিস্টিয়ানো রোনাল্ডো
Ⓑ লিওনেল মেসি
Ⓒ নেইমার
Ⓓ কিলিয়ান এমবাপে
সম্পুূর্ণ সেটটি পিডিএফে দেওয়া আছে।
kolkata is a big city and has many police to keep people safe. kolkata constable police help in traffic, safety, and other work. they are seen in many parts of city. many people want to join police and do good work. some also play games like kolkata fatafat, i use kolkata fatafat result to see today’s number, it's easy and fast.
ReplyDelete